আমির পুত্র জুনেদ খানের নতুন ছবি 'লাভইয়াপ্পারা'র প্রিমিয়ারে হাজির হয়েছিলেন জুহি চাওলা। বন্ধু আমিরের ছেলের ছবি দেখতে এদিন এসেছিলেন শাহরুখ খানও। লাভিয়াপ্পার প্রিমিয়ারে পুরনো দুই নায়ক শাহরুখ ও আমিরের সঙ্গে একসঙ্গে পোজ দিতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন জুহি। আবার যে আমির পুত্র জুনেদকে একসময় ছোট্ট দেখেছেন, বড় হতে দেখেছেন সেই জুনেদকে এখন নায়ক হয়ে উঠতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। আর সেই আবেগই সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেন জুহি চাওলা।।
জুহির চাওলার দু'পাশে 'দুই নায়ক'
জুহি চাওলা এক্স (টুইটার) ও ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছেন যাতে শাহরুখ ও আমিরের সঙ্গে তাঁকে পোজ দিতে দেখা যাচ্ছে। আবার লাভিয়াপ্পার স্ক্রিনিংয়ে আমিরের দুই ছেলেমেয়ে জুনেদ ও ইরা-র সঙ্গে ছবিও তোলেন জুহি। তিনি লেখেন, ‘শাহরুখ ও আমিরকে একসঙ্গে পেয়ে খুব খুশি। এটা একটি বিরল ও মূল্যবান মুহূর্ত .. যে দুই নায়কের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, ছবির শ্যুটিংয়ে সেটে হাসি-কান্না, কত মজার ছবি, কত পাগলামোর স্মৃতি রয়েছে…’।
জুনেদ সম্পর্কে জুহি লেখেন, আমির পুত্র যখন ছোট ছিল, সেই তখন থেকে তিনি তাঁকে চেনেন, লেখেন, ‘আজ জুনেদের সিনেমা দেখতে এসেছি, জুনেদ যখন বেবি, তখন আমি ওকে প্রথম দেখেছি। বছরগুলো কীভাবে কেটে গেল... তবে ও এত সুন্দর, ডাউন-টু-আর্থ ছেলে, ঈশ্বর ওর মঙ্গল করুন। লাভিয়াপ্পার সঙ্গে জুনেদেরও দুর্দান্ত সাফল্য কামনা করি।’ এদিন আমির কন্যা ইরার সঙ্গেও পোজ দেন তিনি।
আরও পড়ুন-ওঁকে ছাড়া ১ বছর পার! কার ছবি এখনও আগলে বসে রয়েছেন নীলাঞ্জনা?
আরও পড়ুন-ঝুঁকে পড়ে ভাই-এর হবু বউ নীলমের ড্রেস ঠিক করলেন, পোজ দিতে শেখালেন প্রিয়াঙ্কা চোপড়া
শাহরুখ ও আমিরের সঙ্গে জুহিকে দেখে এদিন উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, 'ওএমজি আমির-জুহি আমার সবচেয়ে প্রিয় বলিউড জুটি। ‘ আরেকজন লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি! ওদের একসঙ্গে দেখতে পেরে খুব ভালো লাগছে। আমরা চাই ও আবার সিনেমায় একসঙ্গে কাজ করুক।’ আরও এক অনুরাগী জানান, তিনি বাকরুদ্ধে। লেখেন, ’ওহ মাই গড, আমি কথাই বলতে পারছি না।' কারোর কথায়, ‘অবশেষে শাহরুখ-জুহি ও আমিরকে একসঙ্গে দেখলাম।’
সাম্প্রতিক কাজ
জুহিকে সর্বশেষ ২০২৩ সালের ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ এবং ওই বছরই নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'দ্য রেলওয়ে ম্যান’-এ দেখা গিয়েছিল। অন্যদিকে শাহরুখকে সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’-এ দেখা গিয়েছিল শাহরুখকে, শীঘ্রই 'কিং' ছবিতে অভিনয় করবেন শাহরুখ। আমিরের শেষ ছবি ছিল ২০২২ সালের ছবি ‘লাল সিং চাড্ডা’, এছাড়াও শীঘ্রই তাঁকে ‘সিতারে জমিন পর’-এ দেখা যাবে।
প্রসঙ্গত, 'ডর', 'ডুপ্লিকেট', 'ইয়েস বস'-এর মতো অসংখ্য ছবিতে একসঙ্গে কাজ করেছেন জুহি ও শাহরুখ। অন্যদিকে কয়ামত সে ‘কয়ামত তক’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘লাভ লাভ লাভ লাভ’-এর মতো সিনেমায় জুটি বেঁধেছিলেন শাহরুখ-জুহি।