বাংলা নিউজ > বায়োস্কোপ > সলমনের বিয়ের প্রস্তাব কেন ফিরিয়েছেন? জুহির জবাব, ‘তখনও সলমন দ্য সলমন হয়নি…’

সলমনের বিয়ের প্রস্তাব কেন ফিরিয়েছেন? জুহির জবাব, ‘তখনও সলমন দ্য সলমন হয়নি…’

সলমন-জুহি। 

সলমনের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়োতে সম্প্রতি প্রতিক্রিয়া দিয়েছেন জুহি চাওলা। যেখানে সলমনের দাবি ছিল, তিনি জুহির বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। 

কেরিয়ার শুরুতেই সলমনের সঙ্গে কাজের সুযোগ এসেছিল জুহি চাওলার হাতে। তবে নানা কারণে তা হয়ে ওঠেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহিকে তা নিয়ে প্রশ্ন করা হয়। শুধু তাই নয়, সলমনের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনেও জবাব চাওয়া হয় তাঁর কাছ থেকে। 

একটি পুরনো ভিডিয়ো গত মাসে হঠাৎই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভাইজানকে বলতে শোনা যায়, তিনি জুহির বাবার কাছে গিয়ে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ৯০-এর দশকের ওই ভিডিয়োতে সলমন জানান, তাঁকে প্রত্যাখ্যান করে দেন জুহির বাবা। এর কারণ প্রসঙ্গে অভিনেতার জবাব ছিল, ‘বিলে ফিট করেনি’। ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি। 

সলমনের সেই বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে জুহি হেসে জবাব দেন, ‘সেই সময় আমি সবে কেরিয়ার শুরু করেছি, এবং তখনও সলমন খান সলমন খান হননি। সেই সময় একটা সিনেমা আমার হাতে এসেছিল। তিনিই ছিলেন প্রধান অভিনেতা। সেই সময় আমি কাউকেই চিনতাম না ইন্ডাস্ট্রিতে, আমির খানকেও নয়। কিন্তু কোনও কারণে সিনেমাটা করা সম্ভব হয়নি আমার।’

‘কিন্তু আজ অবধি দেখা হলে এটা মনে করিয়ে দেওয়ার কোনও সুষোগ ও ছাড়ে না। বলতে থাকে, ‘তুমি তো আমার সঙ্গে সিনেমাটা করোনি’। আমরা খুব কমই একসঙ্গে সিনেমা করেছি। তবে অনেক শো করেছি। স্টেজ শো। দিওয়ানা মস্তানায় ওর কেমিও ছিল।’

দিওয়ানা মাস্তানা সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সলমন ও জুহি। পুরনো ভিডিয়োতে সলমন জুহিকে ‘খুব মিষ্টি, আদুরে মেয়ে’ বলেছেন এবং যোগ করেছেন, ‘‘আমি তো ওর বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, ‘তিনি আমার সঙ্গে মেয়ের বিযে দেবেন কি না!’ (বাবার প্রতিক্রিয়া কী ছিল জিজ্ঞাসা করায়) না।’’

প্রত্যাখ্যানের কারণ জানতে চাওয়া হলে সলমন বলেছিলেন, ‘আমার ধারণা বিলটি মানানসই ছিল না।’

জুহি চাওলাকে সম্প্রতি প্রাইম ভিডিও থ্রিলার সিরিজ হুশ হুশ (২০২২)-এ দেখা গিয়েছে। এতে আরও অভিনয় করেছেন আয়েশা ঝুলকা, সোহা আলি খান এবং সাহানা গোস্বামী। এদিকে মুক্তির অপেক্ষায় সলমনের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন