শাহরুখ খান এবং জুহি চাওলা বহুদিনের বন্ধু। আজও তাঁরা সমস্ত ওঠা পড়ায় একে অন্যের পাশে থাকেন। বন্ধুত্বের একেবারে শুরু থেকেই যদিও তাঁরা সমস্ত ভালো মন্দে একে অন্যের পাশে থেকেছে ঢাল হয়ে। কিন্তু জানেন কি অভিনেত্রী যখন তাঁর মাকে হারান তখন তাঁকে কিং খানই আগলে রেখেছিলেন? সম্প্রতি এই বিষয়ে খোলসা করে কী জানালেন জুহি?
শাহরুখের প্রসঙ্গে কী বললেন জুহি?
রাজীব মসন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে জুহি চাওলা জানিয়েছেন যে শাহরুখ কীভাবে তাঁর জীবনের সব থেকে কঠিন সময়ে পাশে ছিলেন। ডুপ্লিকেট ছবির শ্যুটিংয়ের সময়ে মাকে হারান জুহি চাওলা, তখন পিতৃ মাতৃহীন শাহরুখ তাঁর কষ্ট বোঝেন এবং আগলে রাখেন বন্ধুকে। এমনকি তাঁকে জীবনের পথে এগোতেও সাহায্য করেন।
প্রেগে যখন ডুপ্লিকেট ছবির শ্যুটিং চলছিল তখন একটি দুর্ঘটনায় প্রাণ হারান জুহি চাওলার মা। বিদেশ থেকে মায়ের কদিন বন্দি দেহ নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। এই কঠিন সময় বন্ধুর পাশে থেকে তাঁকে হাসিয়ে মন ভালো রাখেন শাহরুখ।
জুহি হিন্দুস্তান টাইমসকে দেওয়া আরও একটি সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখের যেহেতু বাবা মা নেই তাই তিনি ওঁর কষ্ট বেশি বুঝেছিলেন। তাই ওঁর মুড ভালো রাখার চেষ্টা করতেন কিং খান। জুহি আরও জানান বন্ধুর উপস্থিতিও তাঁকে ভালো রাখত। সাময়িক ভালো রাখত। ফলে এই চ্যালেঞ্জিং পিরিয়ডে শাহরুখের যে তাঁর জীবনে একটা বড় ভূমিকা ছিল সেটা বলার অপেক্ষা রাখে না।