রিঙ্কু সিংয়ের ফাটাফাটি খেলা দেখার পর শাহরুখের মতো কেকেআরের সহ মালিক জুহি চাওলাও এখন ক্লাউড নাইনে ভেসে বেড়াচ্ছেন। কিছুদিন আগেই রিঙ্কু পাঁচ বলে পাঁচটা ছয় মেরে খেলা ঘুরিয়ে কেকেআরকে একটি হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দেয়। গুজরাট টাইটানসের বিরুদ্ধে এই খেলা জেতার পর নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে জুহি চাওলা বলেন, 'রিঙ্কু সিং এদিন অবিশ্বাস্য রকমের ভালো খেলেছে।' তিনি জানান এই ক্রিকেটারের খেলায় তিনি মুগ্ধ হয়েছেন।
শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতা কেকেআরের সহ মালিক। তাঁরা দুজন শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে হাত মিলিয়ে ২০০৭ সালে কেকেআর দলটি কেনেন। তাঁকে হামেশাই কেকেআরের খেলায় মাঠে উপস্থিত থাকতে দেখা যায়। দলের হয়ে গলা ফাটান তিনি।
জুহি এদিনের খেলার বিষয়ে বলেন, 'এটা যেন একটা রোলার কোস্টার রাইড। ম্যাচ যখন শুরু হল তখন যেন মনে হচ্ছিল দৌড় প্রতিযোগিতায় তোমার সন্তানরা দৌড়াচ্ছে আর তুমি চাও না যে ওরা হেরে যাক। এতটুকুই আমরা করতে পারতাম। সব খেলোয়াড়রা ভীষণ ভালো ছিল।'
প্রসঙ্গত জুহি এবং শাহরুখের বন্ধুত্ব সেই ৯০ দশক থেকেই। তাঁরা ডর, ইয়েস বস, ডুপ্লিকেট, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি ইত্যাদি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। যদিও তাঁরা ভীষণই ভালো বন্ধু কিন্তু তাঁদের দেখা নাকি ভীষণই কম হয়। এমনটাই জানালেন অভিনেত্রী। তাঁর কথা অনুযায়ী, 'কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার সঙ্গে ওর খুব দেখা হয়। জয়ের সঙ্গে বেশি দেখা কথা হয় শাহরুখের। কিন্তু হ্যাঁ, আমাদের যোগাযোগ থাকেই।' এই বিষয়ে উল্লেখযোগ্য জুহি চাওলা মুম্বই সেশন কোর্টে ১ লাখ টাকার বন্ডে সাইন করেছিলেন শাহরুখের ছেলে আরিয়ান খানের কেসের সময়। আরিয়ান খান ড্রাগ কেসে সবসময় পাশে ছিলেন জুহি। তিনি এই বিষয়ে বলেন, 'আমরা কেউ জানতাম এমন হবে। কিন্তু যখন আমার কাছে যখন সুযোগ আসে তখন বুঝি আমি ওর জন্য এটাই করতে পারব। এটা করা উচিত ওর জন্য।'