আগামী ৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে লাভিয়াপ্পা। খুশি কাপুর এবং জুনেদ খান অভিনীত এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন আশুতোষ রানা। ছবির প্রচারের জন্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরছে গোটা টিম। ছবির প্রচারে এবার লাভিয়াপ্পা টিম এল বিগ বসের মঞ্চে। সঙ্গে এলেন আমির খানও।
আমির এবং সলমন, বহুদিনের বন্ধু। বহুদিন পর দুই তারকাকে একমঞ্চে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। ক্রিয়েট করা হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার সেই আইকনিক মুহূর্ত। ৯০ দশকের সেই পুরনো স্মৃতি উস্কে দিয়ে সলমন-আমির বাইকে চেপে করলেন স্মৃতি রোমন্থন। তবে এখানেই শেষ নয়, বিগ বসের মঞ্চে হয়ে গেল সলমান আমিরের লাভিয়াপ্পা।
আরও পড়ুন: ‘কমেডি নাইট উইথ কপিল’ কেন ছেড়েছিলেন উপাসনা? বললেন, ‘পাঞ্চলাইন কেটে…’
আরও পড়ুন: বিয়ের আগে একসঙ্গে থাকেননি! ফুলশয্যার রাতে বর রুবেলকে কী উপহার দেবেন শ্বেতা?
মঞ্চে কথোপকথন চলাকালীন হঠাৎ করেই জুনেদ বলেন আমির এবং সলমনের ফোন সুইচ করতে, ঠিক যেমন দেখানো হয়েছিল সিনেমায়। আমির চটজলদি রাজি হয়ে গেলেও সলমন প্রথমে রাজি হচ্ছিলেন না। আমিরের জোরাজুরিতে শেষে রাজি হন তিনি।
আমিরের ফোন হাতে নিয়ে সলমন বলে ওঠেন, নতুন কোনও গার্লফ্রেন্ড হল? সলমনের এই কথা শুনে আমির হেসে বলেন, আমার ফোন খুললেই তো দেখতে পেয়ে যাবে। উত্তরে সলমন বলেন, কি আর দেখব? হয় রিনা না হলে কিরণের মেসেজ থাকবে তোমার ফোনে। সলমনের মুখে এই কথা শুনে জুনেদ বলেন, দু-দু'জন প্রাক্তন স্ত্রীর গালাগাল ছাড়া আর কিছুই থাকবে না ফোনে।
আরও পড়ুন: শাহরুখ নাকি সলমন, সোনু সুদের বিচারে সেরা অভিনেতা কে
আরও পড়ুন: ‘ওঁর পরিবারের সদস্যের মতো আমি’, ত্রিনাধা রাও ক্ষমা চাওয়ায় কী বললেন অংশু আম্বানি
সলমনের ফোন হাতে নিয়ে আমির বলেন, ও তোমায় এই আজও ফোন করে? আজকে সকালেই তো ফোন করেছে দেখলাম। এর নম্বর ব্লক করে রেখেছ কেন? আমিরের এই রসিকতায় ভাইজান বলেন, আরে খুব বিরক্ত করছিল তাই। সালমানের কথা শুনে হেসে আমির বলেন, চিন্তা করো না তোমার সব সিক্রেট আমার কাছেই থাকবে। আমি জানলেও কেউ জানবে না।