বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরের প্রেমে পড়েছেন আমির পুত্র জুনেদ। তবে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেই হল গণ্ডোগোল। বিয়ের আগে এক অপরের ফোন অদল বদলের প্রস্তাব দেন প্রেমিকার বাবা। আর তাতেই কেস পুরো জন্ডিস। একে অপরের পর্দা ফাঁস হয়ে যায় জুনেদ-খুশির কাছে, কিন্তু তারপর?
ভাবছেন, এসব কী বলছি?
এমনই একটা মজাদার গল্প নিয়ে ১০ জানুয়ারি, অর্থাৎ শুক্রবার সামনে এসেছে রোম্যান্টিক কমেডি 'লাভিয়াপ্পা'র ট্রেলার। যেটি কিনা প্রেম, নাটক এবং বিশৃঙ্খলার দুর্দান্ত একটা মিশ্রণ। ট্রেলারে দেখা যায় জুনেদ ও খুশি তাঁদের একে অপরের প্রতি আচ্ছন্ন হয়ে থাকা প্রেমের মায়া কাটিয়ে দুজনের লাইফের সিক্রেট জেনে ফেলেছেন। আর তাতেই তৈরি হয়েছে।
'লাভিয়াপ্পা'র ট্রেলারটি অবশ্য বেশ মজাদার। সেখানে গৌরব-এর ভূমিকায় জুনেদ এবং বাণীর ভূমিকায় খুশি কাপুরকে দেখা গিয়েয়ে। আর খুশির বাবার ভূমিকায় আশুতোষ রানা। তাঁর ফোন বিনিময়ের পরামর্শেই যত বিপত্তি। যেটা কিনা একে অপরের কাছে ভালোবাসা প্রমাণ করার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর তাতে নানান নাটকীয় মোড় আসে। তৈরি হয় বিশৃঙ্খল, ভুল বোঝাবুঝির একটা জাল। কিন্তু তারপর?
আরও পড়ুন-‘বেঁচে আছি, শ্বাস নিচ্ছি এটাই তো অনেক…’, জন্মদিনে হঠাৎ একথা কেন লিখলেন নুসরত?
এই উত্তরটা অবশ্য ছবি মুক্তির পরই মিলবে…। চলুন আপাতত চোখ রাখা যাক ছবির ট্রেলারে।
প্রসঙ্গত, ২০২২ সালের তামিল ছবি ‘লাভ টুডে’র রিমেক হল এই ‘লাভিয়াপ্পা’। এই ছবিতে জুনেদ, খুশি, আশুতোষ রানা ছাড়াও রয়েছেন কিকু শারদা। গত ২৬ডিসেম্বর ফ্যান্টম স্টুডিওজ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তখনই জানা গিয়েছিল খুশি কাপুর ও জুনেইদ খান এই রোমান্টিক কমেডির জন্য জুটি বাঁধছেন। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবি ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘মহারাজা’র পর এই আমির খান-রীনা দত্তের ছেলে জুনেদের দ্বিতীয় ছবি। অন্যদিকে ‘দ্য আর্চিস’-এর পর খুশি কাপুরেরও এটা দ্বিতীয় ছবি। ছবিটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটাই দেখার।