গত ৭ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছিল জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত লাভিয়াপ্পা। সিনেমাটির প্রচার যে ব্যাপকভাবে করা হয়েছিল তাতে মনে হয়েছিল সিনেমাটি বক্স অফিসে দারুন ব্যবসা করতে পারবে। কিন্তু আদতে তা একেবারেই হল না। দ্বিতীয় সপ্তাহের বক্স অফিসের কালেকশন দেখেই নষ্ট হয়ে যায় যে লাভিয়াপ্পা একেবারেই মনে ধরেনি কারোর।
সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে ৬.৫৫ কোটি টাকা ব্যবসা করেছিল, যার ফলে সকলের মনে হয়েছিল আগামী দিনের সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করতে পারবে। দুর্ভাগ্যবশত দ্বিতীয় সপ্তাহে এসে সেই আশা ভঙ্গ হয়ে গেল। কেন? দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মাত্র ৪৪ লাখ টাকা আয় করেছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত সিনেমাটির আয় মাত্র ৬.৯৯ কোটি টাকা।
জুনায়েদ এবং খুশি, দুই নতুন তারকা এই সিনেমায় থাকার পরেও সিনেমাটির গল্প সেই ভাবে মানুষকে মুগ্ধ করতে পারেনি। সিনেমার প্রচারে যদিও বিন্দুমাত্র খামতি রাখেননি আমির খান এবং বনি কাপুর, কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হল না। সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম একটি কারণ, দর্শকদের মনে হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত লাভ টুডে - এর রিমেক এটি। সিনেমার গল্প খুব একটা আকর্ষণ করতে পারেনি মানুষদের।
এই মুহূর্তে জুনায়েদের হাতে কোনও কাজ না থাকলেও অদূর ভবিষ্যতে খুশি কাপুরের আরও একটি সিনেমা মুক্তি পাবে। সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের বিপরীতে ‘নাদানিয়া’ সিনেমায় অভিনয় করছেন খুশি কাপুর। নবপ্রজন্মকে সাহায্য করার জন্য বাবা মায়েরা এগিয়ে এলেও কোথাও না কোথাও চিত্রনাট্য বা অভিনয় মানুষের একেবারেই পছন্দ হচ্ছে না।
আরও পড়ুন: বড় ঝড় কাটিয়ে ছোট ছেলে জেহের জন্মদিনের উদযাপনে মাতলেন সইফ-করিনা! জানেন কী থিম ছিল?
প্রসঙ্গত, জুনায়েদ এবং খুশি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন আশুতোষ রানা। প্রেমিক-প্রেমিকার গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটির মোড় তখনই ঘুরে যায় যখন তারা একে অপরের ফোন নিজের কাছে রেখে দেয় একদিনের জন্য। একে অপরের সমস্ত সিক্রেট ফাঁস হওয়ার পরেও ভালোবাসা কতখানি টিকে থাকে তা নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছিল।