খুশি কাপুরের বিপরীতে ‘লাভিয়াপ্পা’ সিনেমায় অভিনয় করতে চলেছেন জুনেইদ খান। দুজনেরই এটি দ্বিতীয় সিনেমা। যদিও বাণিজ্যিক সিনেমা হিসেবে এটি জুনেইদের প্রথম সিনেমা। এর আগে ‘মহারাজা’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তবে সিনেমা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তিনি আমির খানের থেকে আগে বেছে নেন বনি কাপুরকে। কেন?
দা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, তিনি বনি কাপুরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পছন্দ করেন। একসঙ্গে হ্যাংআউট করেন তাঁরা। তবে বাবার সঙ্গে ততটাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি।
আরও পড়ুন: ‘আপনিও কি বিয়ের আগে…’, ইন্ডিয়ান আইডলে খোঁচা বাঙালি মানসীর, প্রেম জীবন নিয়ে কী ফাঁস অক্ষয়ের
আরও পড়ুন: ছিঁড়ে কুটিকুটি করা হচ্ছে বিক্রম-সোহিনীর ‘অমরসঙ্গী’ ছবির পোস্টার! কারা নেপথ্যে
জুনেইদ বললেন, আমি অনেক কিছু শিখতে পারি বনি কাপুরের থেকে। ৫০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঘন্টার পর ঘন্টা কথা বললেও যেন একঘেয়ে লাগে না। তিনি যেন গল্পের ভান্ডার। এখানে প্রশ্ন আসে আমির খানের কথা।
বাবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাবার জ্ঞান অতুলনীয়। সিনেমা নিয়ে বাবার জ্ঞান অগাধ। কিন্তু ওই বলে না, ঘার কি মুরগি ডাল বরাবর। আমরা ঘরের থেকে বাইরের লোককে বেশি দাম দেই। তাই হয়তো বাবার সঙ্গে তেমন ভাবে সিনেমা নিয়ে কথাই হয় না।
জুনেইদ আরও বলেন, তারে জামিন পর যখন তৈরি হয় তখন আমি ডিসলেক্সিয়া আক্রান্ত ছিলাম। এক কথায় বলা ভালো, সিনেমাটি আমার গল্প নিয়েই তৈরি করা হয়েছে। তবে আগের থেকে বাবার সঙ্গে সম্পর্ক এখন আমার অনেক ভালো। আমরা এখন বন্ধুর মতোই কথা বলি। বাবা সব সময় আমার পাশে থাকেন।
আরও পড়ুন: অন্য নারীর সঙ্গে ভিডিয়ো কলে যুজি! ডিভোর্স জল্পনার মাঝেই নতুন শুরু ধনশ্রীর
আরও পড়ুন: তুলতে হয়েছে সিঁদুর! রুবেলের নামের মেহেন্দি ঢাকতে শ্য়ুটে ফিরে কী ফন্দি শ্বেতার?
প্রসঙ্গত, লাভিয়াপ্পা সিনেমায় জুনেইদ এবং খুশি ছাড়া অভিনয় করছেন আশুতোষ রানা। খুশির বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি এমন এক কাপলের গল্প, যারা বিয়ের আগে একে অপরের ফোন এক্সচেঞ্জ করে। তারপরেই তাদের জীবন থেকে প্রেম নামক জিনিসটাই চলে যায়। বিশ্বাস ভেঙে যায়, তৈরি হয় সন্দেহ। শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না তা দেখার জন্য সিনেমাটি মুক্তির অপেক্ষা করতে হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে মুক্তি পাবে সিনেমাটি।