‘মহারাজা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করার পর এবার জুনায়েদের ‘লাভিয়াপ্পা’ মুক্তি পেতে চলেছে আগামী ৭ ফেব্রুয়ারি। জুনেদের বিপরীতে এই সিনেমায় অভিনয় করবেন খুশি কাপুর। তামিল হিট সিনেমা ‘লাভ টুডে’ - এর রিমেক হতে চলেছে সিনেমাটি। তবে বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই ইউটিউবে সিনেমাটি রিলিজ নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেতা।
জুনায়েদের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল Netflix-এ, হিসেব মতো এই সিনেমাটি জুনায়েদের প্রথম সিনেমা হতে চলেছে যেটি বড় পর্দায় মুক্তি পাবে। বড় পর্দা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের পার্থক্য নিয়ে কথা বলতে জুনেদ বলেন, আমার মনে হয় না কোনও পার্থক্য আছে। দিনের শেষে দুটোই সিনেমা। দুটোই আমাদের কাছে ভীষণ প্রিয়। একটা সিনেমা করতে সমান কষ্ট করতে হয় এবং একজন শিল্পী হিসেবে আমার কাছে দুটোই সমান।
আরও পডুন: তৃণার কামব্যাকে সিলমোহর! স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোয় থাকল আর কোন চমক?
আমির পুত্র বলেন, সিনেমায় ভালো অভিনয় করাই শুধুমাত্র আমার কাজ। সিনেমাটি কীভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে তা পুরোপুরি বিচার করেন পরিচালক এবং প্রযোজকরা। আমি একজন শিল্পী, এটাই আমার পরিচয়।
ইউটিউবে সিনেমাটি মুক্তি পাওয়ার প্রসঙ্গে জুনায়েদ বলেন, আমি সবসময় চাই আমার সিনেমায় সবার কাছে পৌঁছে যাক। অনেকেই আছে যারা সিনেমা হলে যেতে পারেন না। যদি আমার কথা জিজ্ঞাসা করেন তাহলে আমি চাইব এটি ইউটিউবে প্রচারিত হোক যাতে সবাই এটি দেখতে পায়। যদিও এটা সম্ভব নয়।
আরও পডুন: তোমায় দিয়ে হবে না..’, জুনেদ খানের নাচ দেখে ক্ষেপে লাল ফারাহ খান, কেন?
আরও পডুন: 'কষ্ট করে জায়গাটা বানিয়েছি, কোনও গডফাদার নেই...' হঠাৎ কেন এমন বললেন রাজ?
জুনায়েদ আরও বলেন, এই সিনেমাটি রিমেক সিনেমা হওয়া সত্ত্বেও এই সিনেমায় আপনি ভালোবাসার একটা অন্যরকম আমেজ পাবেন। সবটাই ভীষণ মজার ছিল আমার কাছে। স্মার্টফোনের যুগে একটা মানুষের ব্যক্তিগত সমস্ত তথ্য থাকে মোবাইলের মধ্যে, সেটি জানাজানি হয়ে গেলে ঠিক কি হয় সেটাই দেখানো হয়েছে সিনেমায়।