ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা। আর সেখানে নাম রয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়ার। তিনি এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। আসন্ন নির্বাচনের আগে নির্বাচন তো বটেই সিএএ সহ অন্যান্য বিষয় নিয়ে কী জানালেন তিনি?
লোকসভা নির্বাচন নিয়ে কী জানালেন জুন মালিয়া?
অভিনেত্রী জুন মালিয়া সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন সংবাদ প্রতিদিনের। সেখানেই তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এবারের নির্বাচনের জন্য খুবই ইন্টেন্স ক্যাম্পেনিং করা হবে। ইতিমধ্যেই হালকা প্রচার শুরু করে দিয়েছি। মেদিনীপুর এখন আমার বাড়ি ঘর হয়ে উঠেছে। যেদিন আমার নাম ঘোষণা হল তারপরই আমি মেদিনীপুর গিয়েছিলাম। এই শহরটা, সেখানকার মানুষজন আমার খুবই কাছের। আগামী ১৬ মার্চ বেলদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা আছে। সেই সভার মাধ্যমে তিনিই মূল প্রচার শুরু করবেন।'
সিএএ নিয়ে কী জানালেন জুন?
সদ্যই দেশে লাগু হয়েছে নাগরিকত্ব আইন। সিএএ নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রসঙ্গে জুন মালিয়া জানালেন, 'দিদি যা যা বলার বলে দিয়েছেন। আমি আর সেই কথা রিপিট করব না। কিন্তু এই আইনের বিরোধিতা অবশ্যই করব আমরা।'
আরও পড়ুন: '১৫ দিনের জন্য আসত, তারপর ৪ মাস গায়েব হয়ে যেত...' ইরফান খানের জন্যই নিরাপত্তাহীনতায় ভুগতেন বাবিল!
রচনাকে নিয়ে কী মত?
জুন মালিয়া এদিন সাফ জানিয়ে দেন রচনা বন্দ্যোপাধ্যায় যতই ভোটের ময়দানে নবাগতা হন না কেন। তাঁর যা পরিচিতি এবং জনপ্রিয়তা তিনি সেটা দিয়েই বাজিমাত করবেন। তাঁর উল্টোদিকে পোড়খাওয়া লকেট চট্টোপাধ্যায় থাকলেও দুশ্চিন্তার ব্যাপার নেই। জুনের কথায়, 'আমার দিদি নম্বর ওয়ান ভীষণই বুদ্ধিমতী। ওর একটা মাস কানেকশন আছে। ওর ফল ভালো হবে বলেই বিশ্বাস করি।'