এবারের মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের জুন মালিয়া। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছিলেন জুনই। এর আগে তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন। এবার সেখানকার সাংসদ হয়ে সংসদে যাবেন তিনি। তার আগেই প্রতিদ্বন্দ্বী তথা বন্ধু অগ্নিমিত্রা পালকে নিয়ে কথা বললেন তিনি। তবে জুনের কাছে অগ্নিমিত্রা কেবলই অগ্নি। অতীতের স্মৃতি হাতড়ে এদিন কী জানালেন অভিনেত্রী তথা সাংসদ?
আরও পড়ুন: ফের চুপিসারে সলমন হত্যার ব্লু প্রিন্টের হদিস পেল মুম্বই পুলিশ! রাজস্থান থেকে আটক ১
অগ্নিমিত্রা পালকে নিয়ে কী বললেন জুন?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জুন মালিয়া অগ্নিমিত্রা পালের সম্পর্কে জানান 'অগ্নির কেরিয়ার শুরু হয় আমার হাত ধরেই। তবে ঠিক আমার হাত ধরে নয়। সেই সময় অগ্নি ওর মা আর শাশুড়িকে নিয়ে কলকাতায় এসেছিল। সনৎ ঘোষ স্টুডিয়োতে একটা পত্রিকার জন্য কাজ করতে। অনেক জামাকাপড় নিয়ে ও সেই সময় এসেছিল। ভীষণ সুন্দরী দেখতে ছিল ওকে।আমার সেই সময় ফ্যাশন শ্যুট ছিল। আমি তো বলেই দিই তুমি নিজে এটি সুন্দর দেখতে, তুমি মডেলিং করতে পারো তো। ও তখন খুবই চুপচাপ ছিল। এর সেখান থেকে ও আজকের অগ্নি হয়ে উঠেছে।'
আরও পড়ুন: রবিবার ১০ কোটি ঘরে তুলল চান্দু চ্যাম্পিয়ন, তিনদিনে মোট কত আয় হল কার্তিকের ছবির?
আরও পড়ুন: '৭১ বয়সে এসে আবার...' নতুন সফর শুরুর খবর দিলেন অঞ্জন, গান সিনেমার পর এবার কী?
ফলে এখান থেকেই স্পষ্ট এখনকার দাপুটে বিজেপি নেত্রীর সঙ্গে সেই সময়ের নবাগতা ফ্যাশন ডিজাইনারের বিশেষ মিল খুঁজে পান না আর জুন। তবে বন্ধুর এই পরিবর্তন তিনি খুশি। তাঁর মতে, ‘ও ওর মতো, আমি আমার মতো।’
তবে এবার সাংসদ হওয়ার পর জুন মালিয়া স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি আর সিরিয়াল করবেন না। বরং যদি ভালো ওয়েব সিরিজ বা ছবির কাজ পান করবেন।এর মূল কারণ তাঁর এখন দায়িত্ব বেড়েছে। এর আগে ২০২১ সালে বিধায়ক হয়েছিলেন, এবার সাংসদ। তাই সেই দিকেই বেশি মন দিতে চাইছেন জুন।