বাংলা নিউজ > বায়োস্কোপ > আবার মঞ্চ কাঁপাবে খুদে শিল্পীরা, ঘোষণা হয়ে গেল রিয়্যালিটি শো-এর নতুন সিজনের

আবার মঞ্চ কাঁপাবে খুদে শিল্পীরা, ঘোষণা হয়ে গেল রিয়্যালিটি শো-এর নতুন সিজনের

আসছে রিয়্যালিটি শোয়ের নতুন সিজন (ফাইল ছবি)

কীভাবে এই শোয়ে অংশগ্রহণ করা যায়? কারা পারবে এই শোয়ে অংশ নিতে? বয়সসীমা কত? সবই জানানো হয়েছে চ্যানেলের তরফে। 

শনিবার জি বাংলায় গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে সারেগামাপা। তার মধ্যেই ডিজিটাল অডিশনের ডাক দিল স্টার জলসা। আসতে চলেছে আরও এক জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এর সিজন থ্রি।

এই প্রতিযোগিতার বয়সসীমা ঘোষণা করা হয়েছে ৫ থেকে ১২ বছর । একই সঙ্গে বাংলার খুদে ট্যালেন্টদের এই মঞ্চে আহ্বান জানিয়ে ডিজিটাল অডিশনের ডাক দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

শনিবার স্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে ৫ থেকে ১২ বছর বয়সী খুদে ডান্সারদের উদ্দেশ্যে আড়াই মিনিটের একটি নাচের ভিডিযো পাঠাতে বলা হয়েছে। ২০ জুনের মধ্যে নির্দিষ্ট ওয়েব লিংকে দিতে হবে অডিশন ক্লিপটি।

এই মুহূর্তে স্টার জলসায় প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় চলছে। রিয়্যালিটি শো ইস্মার্ট জোড়ি । খুব শিগগিরই শেষ হচ্ছে এই শোটি এবং তার জায়গাতেই আসছে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি।

বন্ধ করুন