বাংলা নিউজ > বায়োস্কোপ > Tathagata On Doctors: মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাদের বৈঠক বাতিল, তথাগত লিখলেন, ‘মেরুদণ্ড সোজাই থাকল…'

Tathagata On Doctors: মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাদের বৈঠক বাতিল, তথাগত লিখলেন, ‘মেরুদণ্ড সোজাই থাকল…'

বৈঠক বাতিল নিয়ে কী লিখলেন তথাগত?

প্রথমে এই বৈঠক ও ডাক্তারদের লাইভ স্ট্রিমিং-এর দাবি, নবান্নের একপক্ষ ভিডিয়ো রেকর্ডিং-এর দাবি প্রসঙ্গে তথাগত লেখেন, ‘আমরা যারা সিনেমা মাধ্যমের সাথে যুক্ত তারা জানি রেকর্ডেড ভিডিও এডিট করা যায়, নিজের সুবিধা মতন। বিগ বস চাইছেটা আসলে এডিটেড।’ 

স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন জারি রয়েছে। এরই মাঝে বৈঠকে বসতে চেয়ে নবান্ন থেকে বৃহস্পতিবারই ডাক এসেছিল। এদিন দুপুর গড়াতেই প্রশাসনের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হতে শুরু করে। তবে নাহ, শেষপর্যন্ত সবই ভেস্তে গিয়েছে, কারণ, জুনিয়র ডাক্তারদের আবেদন মতো বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে রাজি নয় নবান্ন।

নবান্নের তরফে শুরুতে জানানো হয়েছিল, লাইভ স্ট্রিমিং নয়, বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং হবে। যদিও সেটা হবে সরকারি তরফে। চিকিৎসকদের তরফে বৈঠকের ভিডিয়ো করার কথা বলা হয়নি, বা অনুমতি দেওয়া হয়নি। নবান্নের তরফে জানানো হয়, এই কেস এখনও বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। তবে চিকিৎসকরা অবশ্য শেষপর্যন্ত লাইভ স্ট্রিমিং-এ অনড় ছিলেন। দুপক্ষের মধ্যে বেশকিছু ইমেল চালাচালির পর অবশেষে বৈঠক ভেস্তে যায়।

এদিকে এই পরিস্থিতিতে ফেসবুকের পাতায় ফের একবার ডাক্তারদের হয়ে সুর চড়ালেন অভিনেতা, পরিচালক তথাগত মুখোপাধ্যায়। প্রথমে এই বৈঠক ও ডাক্তারদের লাইভ স্ট্রিমিং-এর দাবি, নবান্নের একপক্ষ ভিডিয়ো রেকর্ডিং-এর দাবি প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমরা যারা সিনেমা মাধ্যমের সাথে যুক্ত তারা জানি রেকর্ডেড ভিডিও এডিট করা যায়, নিজের সুবিধা মতন। বিগ বস চাইছেটা আসলে এডিটেড।’ অর্থাৎ এক্ষেত্রে তথাগতও যে চিকিৎসকদের মতো লাইভ স্ট্রিমিং-এর পক্ষে তা তাঁর কথাতেই স্পষ্ট।

তথাগতর এই পোস্টের নিচে এক নেটিজেন লেখেন, দুপক্ষের থেকেই রেকর্ডিং করলে এডিট করলে তো প্রমান হয় যখন যে রেকর্ডিংটা এডিট কোরা হয়ছে। এই ক্ষেত্র থেকে সরকার এর তরফ থেকে বলা হয়ছে দু-পক্ষের থেকেই রেকর্ডিং হবে।' তবে এর উত্তরে পাল্টা তথাগত লেখেন, ‘দু পক্ষের ব্যাপারটা আপনাকে জানিয়েছে,ডাক্তারদের আসলে জানায় নি এখনো, মিডিয়াও জানে না।’ আরও এক নেটিজেন তথাগতর সমর্থনে লেখেন, ‘এই আমরা যে এতটা বুঝি, সেটা উনি বোধহয় বোঝেন না। না?’ এমনই অসংখ্য কমেন্ট উঠে আসে তথাগত-র এই পোস্টে।

এরপরে শেষপর্যন্ত যখন ডাক্তাররা নিজেদের দাবিতে অনঢ়, এবং বৈঠক ভেস্তে গেল, তখনও জুনিয়র ডাক্তারদের পক্ষে সওয়াল করে তথাগত লেখেন, ‘মেরুদণ্ড সোজাই থাকল। যারা পারছেন স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে মেরুদণ্ডে জোর বাড়ান। রাজ্যের স্বাস্থ্য খুব শিগগির ভালো হয়ে উঠবে।’

প্রসঙ্গত, এদিন ডাক্তারদের সঙ্গে বৈঠক বাতিল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' নবান্নের গেট থেকেও যাঁরা এলেন না, তাঁদের ক্ষমা করলাম... আমি সাধ্যমত চেষ্টা করলাম।' এরপরও বৈঠকে বসার সম্ভাবনা তৈরি হলে তা নিয়ে তিনি তাঁর অফিসারদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেন।

বায়োস্কোপ খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.