প্রিয়াঙ্কা চোপড়া এমন একজন অভিনেত্রী যিনি শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বকে গর্বিত করেছেন। প্রিয়াঙ্কাকে শুধু তাঁর ভক্তরা নয়, ফলো করেন শিল্পী জগতেরও একাধিক তারকা। প্রিয়াঙ্কার ফ্যাশন যে ভারত পেরিয়ে প্রতিবেশীদের পাকিস্তানেরও ছড়িয়ে গিয়েছে, সেটার প্রমাণ পাওয়া গেল পাকিস্তানি অভিনেত্রী সোনিয়া হোসেনের পোস্ট করা একটি ছবি দেখে।
কে সোনিয়া হোসেন?
সোনিয়া হোসেন হলেন একজন পাকিস্তানি অভিনেত্রী যিনি ২০১১ সালে টেলিভিশন সিরিজ ‘দারিচা’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর ২০১২ সালে ‘মুঝে চন্দন কর দো’, ২০১৩ সালে ‘মে হারি’ এবং ‘মেরে হামরাহি’, ২০১৪ সালে ‘মারাসিম ও শিকওয়া’, ২০১৫ সালে ‘নিকাহ’ সহ বেশ কয়েকটি হিট সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
(আরও পড়ুন: ফল কিংবা সবজি, গোটা খাওয়া ভালো নাকি রস করে? উত্তর দিলেন পুষ্টিবিদ)
সোনিয়ার পোস্ট করা ছবি
ইনস্টাগ্রামে ভীষণভাবে অ্যাকটিভ পাকিস্তানি এই অভিনেত্রী। প্রায়শই বিভিন্ন সাজে ভক্তদের সামনে ধরা দেন তিনি। তবে সম্প্রতি যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সোনিয়া পরে রয়েছেন একটি সাদা এবং কালো পোলকা ডটড টপ এবং একটি কালো রঙের স্কার্ট। চোখে রয়েছে সানগ্লাস এবং মুখে অমলিন হাসি। ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, Whispers of demure reflection।
সোনিয়ার সঙ্গে প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা
সোনিয়ার পোস্ট করা এই ছবিতে হার্ট ইমোজি পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন আয়েশা ওমর এবং আরিজ ফাতিমা। এক ব্যক্তি লিখেছেন, ‘আপনি ধীরে ধীরে প্রিয়াঙ্কার মতো হয়ে যাচ্ছেন।’ আবার একজন লিখেছেন, ‘পাকিস্তানি প্রিয়াঙ্কা চোপড়া।’ এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সংস্করণ।’
সোনিয়ার রূপের প্রশংসা করে একজন লিখেছেন, ‘আপনি আমার সবথেকে পছন্দের সেলিব্রিটি।’ অন্য একজন লিখেছেন, ‘দারুন দেখাচ্ছে আপনাকে।’একজন লিখেছেন, ‘OMG!’ আবার একজন লিখেছেন, ‘ভীষণ সুন্দর লাগছে আপনাকে দেখতে।’
(আরও পড়ুন: কেমোথেরাপির মধ্যেই মিউকোসাইটিস-এ আক্রান্ত হিনা খান, কী এই রোগ)
প্রিয়াঙ্কার আসন্ন সিনেমা
ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্স পরিচালিত ‘দ্যা ব্লাফ’ সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমায় একজন প্রাক্তন মহিলা জলদস্যুর চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়া ইলিয়া নাইশুলার পরিচালিত অ্যাকশন কমেডি সিনেমা ‘হেডস অফ স্টেট’-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। হলিউডের পাশাপাশি আগামী বছর বলিউডে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। ফারহান আখতার পরিচালিত আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।