গত শুক্রবার, ২২ অগস্ট ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ সভা। আর অন্যান্য জায়গার মতো এখানেও এদিন উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান। কী বললেন সূর্যকান্ত মিশ্র মহম্মদ সেলিমরা?
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যর যে স্মরণ সভা ছিল সেখানে যেমন তাঁকে লাল সেলাম জানালেন উপস্থিত জনতা, তেমনই উঠল আরজি করের জন্য প্রতিবাদী রব। উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান। এদিন যেমন একদিকে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীত গাওয়া হয়, তেমনই আরজি করের নির্যাতিতার আত্মার শান্তি কামনায় পালন করা হয় এক মিনিটের নীরবতা।
আরও পড়ুন: বর্ডার ২ - তে এবার সানির সঙ্গে যোগ দিলেন বরুণ! বললেন, 'আমার পছন্দের হিরোর সঙ্গে কাজ করব...'
এদিন একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যর করা আবৃত্তির রেকর্ডেড টেপ বাজানো হয়। একই সঙ্গে তাঁকে নিয়ে করা তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যর একটি ভিডিয়ো চালানো হয়। মীরা দেবী এবং তাঁদের ছেলে সুচেতন এদিন উপস্থিত থাকলেও তাঁরা কেউই মঞ্চে ওঠেননি। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, পবিত্র সরকার, প্রমুখ।
এদিন বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ সভায় জাস্টিস ফর আরজি কর স্লোগান উঠলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলুক বলেন, 'এ লড়াই করতে হবে। এ লড়াই জিততে হবে।' সূর্যকান্ত মিশ্র মনে করিয়ে দেন প্রয়াত মুখ্যমন্ত্রীর স্বপ্নের কথা।
আরও পড়ুন: ভাইরাল পোস্টই সত্যি! 'বিচার না পেলে মাটি দেবে না সোনাগাছি' জানালেন দুর্বারের সেক্রেটারি বিশাখা লস্কর
আরও পড়ুন: 'পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফেলেছেন...', আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশকে কটাক্ষ তনিমার