বাংলা নিউজ > বায়োস্কোপ > Justin Bieber-Ambani: অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে মুম্বইতে জাস্টিন বিবার! কত টাকা নিলেন আম্বানিদের থেকে

Justin Bieber-Ambani: অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে মুম্বইতে জাস্টিন বিবার! কত টাকা নিলেন আম্বানিদের থেকে

বৃহস্পতিবার মুম্বইতে পৌঁছলেন জাস্টিন বিবার।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে অ্যাডেল, ড্রেক এবং লানা ডেল রে পারফর্ম করার খবরের মধ্যে, ভারতে পৌঁছলেন জাস্টিন বিবার। 

ভারতে অবতরণ করলেন জাস্টিন বিবার! শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বিবার। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় গায়কের মুম্বইয়ে পৌঁছনোর ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে। আগামী ১২ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত ও রাধিকা জুটি। 

জাস্টিন বিবার ভারতে

এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে ভাইরার হওয়া একটি ক্লিপে, জাস্টিনের গাড়ি মুম্বাইয়ে দেখা গিয়েছে। এর আগে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বইয়ে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আম্বানি দম্পতির সঙ্গে আলোচনা করছেন অ্যাডেল, ড্রেক ও লানা ডেল রে।

আরও পড়ুন: আরমান মালিকের পর আরেক ইউটিউবারের ২ স্ত্রী, কে এই সানি রাজপুত, কেন করেন ২ বিয়ে?

পর্তুগিজ পোর্টাল লিওডিয়াসের রিপোর্ট অনুযায়ী, জাস্টিনকে তাঁর পারফরম্যান্সের জন্য আম্বানি পরিবারের তরফে এক কোটি ডলার দেওয়া হচ্ছে।

অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান

বুধবার তাদের পরিবার একটি জাঁকজমকপূর্ণ মামেরু অনুষ্ঠানের আয়োজন করেছিল। মুকেশ আম্বানি, মা পূর্ণিমা দালালের সঙ্গে নীতা আম্বানি, স্ত্রী শ্লোকার সঙ্গে আকাশ আম্বানি, অনন্ত ও রাধিকা এবং স্বামী আনন্দ পিরামলের সঙ্গে ইশা আম্বানিকে অনুষ্ঠানে দেখা যায়। এটি একটি গুজরাটি নিয়ম, যেখানে কনের মামা মিষ্টি এবং উপহার নিয়ে হবু বরের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন: ‘মামেরু’তে রাধিকা-অনন্তকে আশীর্বাদ নীতা আম্বানির মায়ের! চিনে নিন পূর্ণিমা দালালকে

ভিডিয়োতে আম্বানির বাসভবনকে পুরো ঝলমলে সাজে দেখা যায়। লাল, গোলাপী এবং কমলা ফুল দিয়ে সজ্জিত ছিল অ্যান্টিলিয়া। চারদিকে বসানো হয়েছিল সোনালি আলো। অনন্ত ও রাধিকার ক্যারিকেচার দিয়ে বানানো একটি ডিজিটাল স্ক্রিনও লাগানো হয়েছিল। তাতে লেখা ছিল, 'অল দ্য বেস্ট'।

আরও পড়ুন: শুভ বিবাহ শুরুতেই হিট! রদবদল টিআরপি চার্টে,নিম ফুলের মধু কি পারল ফুলকিকে হারিয়ে টপার হতে?

অনন্ত এবং রাধিকার বিয়ের পরিকল্পনা

আম্বানি পরিবারের বিয়ের পরিকল্পনার একটি উল্লেখযোগ্য আকর্ষণ হল বারাণসীর বিখ্যাত কাশী চাট ভান্ডারের একটি চাট স্টল। বিয়ের উৎসবের অংশ হিসাবে, নীতা আম্বানি গত মাসে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন, যেখানে তিনি ব্যক্তিগতভাবে দোকানের মালিক রাকেশ কেশারীর দোকানে গিয়ে বিভিন্ন চাটের নমুনাপ স্বাদ নেন ও তারপর ছেলের বিয়েতে স্টল দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। ২ জুলাই পালঘরের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে অনন্ত, রাধিকা, মুকেশ ও নীতা দুঃস্থদের জন্য একটি গণবিবাহের আয়োজন করেছিলেন।

অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানের টাইমলাইন

১২ জুলাই বিয়ের মূল অনুষ্ঠানের জন্য অতিথিদের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আসতে বলা হয়েছে। পরের দিন শুভ আশীর্বাদ অনুষ্ঠানের জন্য ড্রেস কোড হল ইন্ডিয়ান ফরমালস। ১৪ জুলাইয়ের রিসেপশনে অতিথিরা 'Indian Chic' থিম অনুযায়ী পোশাক পরতে পারবেন।

বায়োস্কোপ খবর

Latest News

রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.