আম্বানি পরিবার এখন উৎসবের মেজাজে। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই আড়ম্বরের খামতি নেই। ১২ জুলাই সাতপাক ঘুরবেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। জামনগর থেকে ইতালি, গত ৪ মাস ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলার পর এবার শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। ৫ জুলাই, শুক্রবার ছিল অনন্ত-রাধিকার 'সঙ্গীত'। আর সেখানেই পারফর্ম করতে সুদূর মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন পপ তারকা জাস্টিন বিবার। ইতিমধ্যেই জাস্টিনের পারফরম্যান্সের নানান মুহূর্ত ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কেমন হল সেই জাস্টিন বিবারের পারফরম্যান্স?
অনন্ত-রাধিকার সংগীতে পারফর্ম গানের সময় এদিন জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি, তার উপরে চাপিয়েছিলেন জ্যাকেট। যদিও পরে জ্যাকেটটি খুলে ফেলেন। সঙ্গে পরেছিলেন প্যান্ট, বুট এবং একটা টুপি। এদিন পপ তারকা তাঁর ‘লাভ ইয়োরসেল্ফ’, 'পীচস', ‘হোয়্যার আর ইউ নাউ’ এবং ‘নো ব্রেইনার’ সহ আরও বেশ কয়েকটি গান। এদিন জাস্টিনের পারফরম্যান্স ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এরই মাঝে জাস্টিন যখন পারফর্ম করছিলেন, সেসময় হঠাৎই মঞ্চে উঠে যান ওরি ওরফে ওরফে ওরহান আওয়াত্রামানি, জাস্টিনের সঙ্গে মঞ্চে যোগ দিয়ে তিনিও গাইতে শুরু করেন। যা দেখে নেটপাড়া কটাক্ষ করে বলছে, ‘সর্ব ঘটে কাঁঠালি কলা’।
নেটপাড়ার কমেন্ট
জাস্টিন বিবারের পারফরম্যান্সের ভিডিয়ো দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘জাস্ট ওয়াও! জাস্টিন বিবার সত্যিই দেখার মতো।’ কারোর কথায়,'জাস্টিন বিবার বেশ দারুণ দারুণ গানে পারফর্ম করেছেন। রিহানার মতো ওরিও দারুণ'। কেউ আবার রিহানার মতো জাস্টিনের সঙ্গেও ওরিকে দেখে লিখেছেন, ‘এখানেও ওরি, উফ সর্বঘটে কাঁঠালি কলা যে…’।
জাস্টিনের পারিশ্রমিক
এদিকে অনুষ্ঠান সেরেই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে থেকে ইতিমধ্যেই আমেরিকায় ফেরার জন্য রওনাও হয়ে গিয়েছেন জাস্টিন বিবার। ফেরার পথে। যে পোশাক পরে গান গাইতে উঠেছিলেন, সেই পোশাকেই বিমানবন্দরে দেখা গিয়েছে জাস্টিনকে। বিমানবন্দরে ঢোকার সময় অনেকেই জাস্টিনকে দেখে তাঁর সঙ্গে হাত মেলাতে ছুটে আসেন। PTI সূত্রে খবর, জাস্টিন নাকি এই পারফরম্যান্সের জন্য নিয়েছেন ১ কোটি ডলার, অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৮৩ কোটি টাকারও কিছু বেশি। এর আগে শেষবার ২০১৭ সালে দেশে তার প্রথম কনসার্টের জন্য ভারতে এসেছিলেন জাস্টিন বিবার। আর এবার এলেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে গাইতে।
এর আগে গুজরাটের জামনগরে আয়োজিত অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে গাইতে পপ তারকা রিহানা। গত মাসে গায়িকা কেটি পেরি, পপ গ্রুপ ব্যাকস্ট্রিট বয়েজ এবং ইতালিয়ান টেনার আন্দ্রেয়া বোসেলি ইতালি এবং ফ্রান্সের দক্ষিণে আয়োজিত আম্বানিদের ক্রুজ ট্যুর পার্টিতে পারফর্ম করেছিলেন।