কিছুদিন আগেই হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘ইন্দু ৩’। বহুপ্রতীক্ষার পর অবশেষে এই সিরিজের শেষটুকু দেখে বেশ খুশি দর্শকরা। এতদিন ধরে যে রহস্যের সমাধান দেখার জন্য অপেক্ষা করেছিলেন সকলে, সেই আসল সত্যিটা জেনে স্তব্ধ দর্শকরা।
সিরিজে ইশা ছাড়াও যার অভিনয় সবথেকে বেশি মুগ্ধ করেছে দর্শকদের তিনি হলেন যুধাজিৎ সরকার। যদিও এর আগে বিভিন্ন সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন তিনি। শুধু সিরিজ বলা ভুল হবে, একাধিক ছবিতেও নিজের চরিত্র নিয়ে বারবার চুলচেরা বিশ্লেষণ করেছেন যুধাজিৎ।
আরও পড়ুন: হইচইতে একের পর এক রহস্য ভেদ, ‘ইন্দু’-র পর এবার আসছে ‘কালরাত্রি’-র নতুন সিজন
আরও পড়ুন: পরিবারের সঙ্গে বিদেশ সফর দেবের, ‘রঘু ডাকাত’ পেতে চলেছে আন্তর্জাতিক তকমা
‘ইন্দু’ সিরিজে যুধাজিৎ-এর চরিত্রকে প্রথম থেকেই খলনায়কের মতো লাগলেও সবশেষে বোঝা যায়, চরিত্রটি আদৌ নেতিবাচক চরিত্র নয়। সিরিজের ডায়লগ অনুযায়ী, ‘খারাপ ছেলে খারাপ নয়’। যুধাজিৎ-এর এই অসামান্য অভিনয় দেখে কেউ কেউ হ্যারি পটারের প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন কেউ আবার টেনে নিয়ে এসেছেন গেমস অফ থ্রোনস ছবির কথা।
শ্রেয়সী পোদ্দার নামের এক নেটিজেন কমেন্ট করে লিখেছেন, ‘আপনার চরিত্রটা গোটা ইন্দু সিরিজে হ্যারি পটারের প্রফেশর স্নেপের মতো। শুরু থেকে যাকে খারাপ মনে হয় শেষে গিয়ে তার মতো ভাল কাউকে মনে হয় না। এক আর দুই সিজন দেখে যতটা মাথা ঘুরেছিল, ক্লাইম্যাক্স ততটাই স্বচ্ছ করে দেখিয়েছে। ভালো লেগেছে।’
আরও পড়ুন: '৪টি ছবি দেখে আমার উপলব্ধি...', দেব না আবির, কাকে বেশি নম্বর দিলেন কৌশিক?
আরও পড়ুন: 'বাপ ঠাকুরদার ভিটে বেচেই তো ...', হঠাৎ কাদের ওপর রেগে গেলেন মধুবনী?
নিরঞ্জন মন্ডল নামের একজন লিখেছেন, ‘আপনার ক্যারেক্টারটা গেমস অফ থ্রোনস সিনেমার ল্যানিস্টারের মতো। শুরু থেকে খলনায়ক হতে হতে শেষে ভালো চরিত্র হয়ে যাও। খারাপ ছেলে সত্যি খারাপ নয়।’
খুব সম্প্রতি ‘মৃগয়া’ ছবিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন যুধাজিৎ। চরিত্রটি যদিও খুব অল্প সময়ের জন্য ছিল, কিন্তু তাও ছিল গুরুত্বপূর্ণ। এছাড়াও ‘ড্রাকুলা স্যার’ থেকে শুরু করে ‘তাসের ঘর’, ‘কলঙ্ক’ থেকে শুরু করে ‘চরিত্রহীন’, বারবার বিভিন্নভাবে নিজেকে প্রমাণ করেছেন যুধাজিৎ।