বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaberi Antardhan Review: কাবেরী অন্তর্ধান রিভিউ: রাজনীতির কুয়াশায় মিশে যাওয়া এক প্রেমের গল্প বলে এই ছবি

Kaberi Antardhan Review: কাবেরী অন্তর্ধান রিভিউ: রাজনীতির কুয়াশায় মিশে যাওয়া এক প্রেমের গল্প বলে এই ছবি

কেমন হল 'কাবেরী অন্তর্ধান'?

খুন ও অন্তর্ধানের ঘটনার কাসুন্দি ঘাঁটতে ঘাঁটতে ছবির গল্প এগোয় অতীত ও বর্তমানের সমান্তরালে। অতীতের দৃশ্য, বর্তমানের ঘটনা সবকিছু মিলেমিশে গিয়ে রহস্যের জট যেন আরও গভীর হয়ে ওঠে। এভাবেই নিজস্বভঙ্গী 'রাজনীতির কুয়াশা'য় মিশে যাওয়া একটি প্রেমের গল্পও বলে ফেলেন পরিচালক।

'তোমার বাড়ি, আমার বাড়ি নকশালবাড়ি'। ১৯৬৭-র সেই স্লোগান হয়ত আজ আর শোনা যায় না। তবে নকশাল আন্দোলের ইতিহাসে আজও জ্বলজ্বল করছে ১৯৬৭-র সেই ‘নকশালবাড়ি আন্দোলন’। যে আন্দোলন থেকেই থেকে নকশাল আন্দোলনের সূচনা, পরে যা ধীরে ধীরে গোটা রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তেও। সেই নকশাল আন্দোলন, পরবর্তী সময় ১৯৭৫-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থা ঘোষণা, সেই প্রেক্ষাপটেই ছবির শুরু, তারপর টুক করে একটা অন্য গল্প ঢুকে পড়া, যার নাম 'কাবেরী অন্তর্ধান'।

যদিও 'কাবেরী অন্তর্ধান'-এর গল্পের সঙ্গেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে নকশাল আন্দোলের কথা, নকশালদের কথা। 'হাতিমারা' নামে একটি জায়গা ঘিরেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের -এই ছবির গল্প। ছবির দৃশ্যই বলে দেয় 'হাতিমারা'কে উত্তরবঙ্গের কোনও একটি জায়গা হিসাবেই দেখানো হয়েছে। যদিও বর্তমানে পুরুলিয়াতেও 'হাতিমারা' বলে একটি গ্রাম রয়েছে। সে যাই হোক…।

 ছবির শুরুতে পুলিস অফিসার মৃণ্ময় ঘোষের (কৌশিক সেন) মৃত্যুর তদন্তে হাতিমারা আসেন পুলিস আধিকারিক প্রীতম সিং (ইন্দ্রনীল সেনগুপ্ত) , সঙ্গে জুড়ে যায় মৃণ্ময় ঘোষের বোন কাবেরী (শ্রাবন্তী চট্টোপাধ্যায়)এর অন্তর্ধানের তদন্তও। ঘটনাদুটি যে একই দিনে ঘটেছে। দীর্ঘ একবছর পরও যার কোনও কিনারা হয়নি। এরপর ধীরে ধীরে গল্পের সঙ্গে জুড়ে যায় এক একটি চরিত্র মৃত পুলিস আধিকারিকের স্ত্রী নয়নতারা ঘোষ (চূর্ণী গঙ্গোপাধ্যায়), চিত্রশিল্পী অর্ঘকমল (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়), নিখোঁজ কাবেরীর স্বামী (অম্বরিশ ভট্টাচার্য)। গোয়েন্দা (কৌশিক গঙ্গোপাধ্যায়) অর্ঘ্যকমলের ভাই অর্ক (ইন্দ্রাশিস রায়)। তদন্তের শুরুতে বারবারই সন্দেহ গিয়ে পড়ে চিত্রশিল্পী অর্ঘ্যকমল অর্থৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে। মনে হতে থাকে যত কাণ্ডের মূলে আসেলে প্রসেনজিৎ। সত্যিই কি তিনি দোষী? নাকি অন্য কোনও রহস্য রয়েছে? ১ বছর আগে ঘটে যাওয়া খুন ও অন্তর্ধানের ঘটনার কাসুন্দি ঘাঁটতে ঘাঁটতে ছবির গল্প এগোয় অতীত ও বর্তমানের সমান্তরালে। অতীতের দৃশ্য, বর্তমানের ঘটনা সবকিছু মিলেমিশে গিয়ে রহস্যের জট যেন আরও গভীর হয়ে ওঠে। এভাবেই নিজস্বভঙ্গী 'রাজনীতির কুয়াশা'য় মিশে যাওয়া একটি প্রেমের গল্পও বলে ফেলেন পরিচালক। যদিও আবার খুববেশি যে বাণিজ্যিক ছবির মতো গদগদ প্রেমের বাড়াবাড়ি এখানে নেই।

<p>দৃশ্য-কাবেরী অন্তর্ধান</p>

দৃশ্য-কাবেরী অন্তর্ধান

কাবেরী অন্তর্ধানের শুরু থেকে শেষ কোনও জায়গাতেই ছবিটি একঘেয়ে হয়ে ওঠেনি। শুরু থেকে টানটান উত্তেজনা, রহস্যের গন্ধ খুঁজতে খুঁজতেই দিব্যি গল্পের শেষে পৌঁছে যাওয়া যায়। যদিও শুরুর দিকে টানটান ভাবটা বিরতির পরে কিছুটা হলেও আলগা। আর এই ছবির সবথেকে বড় অস্ত্র অভিনয়। কৌশিক সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত,, অম্বরিশ ভট্টাচার্য সকলের অভিনয়ই এককথায় প্রশংসার দাবি রাখে বৈকি। পরিচালনার পাশাপাশি কৌশিক গঙ্গোপাধ্যায় যে একজন জাত অভিনেতা, তা তিনি এর আগেও বহুবার বুঝিয়েছেন। 'কাবেরী অন্তর্ধান'-এ কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয় আরও একটা বড় প্রাপ্তি। স্থুল চেহারায় তাঁর হাঁটাচলা, গোয়েন্দার ভূমিকায় সেই ধূর্ত দৃষ্টি.  অহেতুক বকবক করে মানুষকে বিরক্ত করা, পেটের কথা বের করার চেষ্টা, ছবির শেষ পর্যন্ত মনে গেঁথে যায়। আর প্রসেনজিৎ চট্টেোপাধ্যয়ের দক্ষ অভিনয়ের পাশাপাশি তাঁর চাপদাড়ি লুকটি গল্পের সঙ্গে বেশ মানানসই। 

<p>দৃশ্য-কাবেরী অন্তর্ধান</p>

দৃশ্য-কাবেরী অন্তর্ধান

চিত্রনাট্য, পরিচালনা অভিনয়ের পাশাপাশি, এই ছবির সিনেমাটোগ্রাফি, সম্পাদনাও প্রশংসার দাবি রাখে বৈকি। এই দিকগুলো চিত্রনাট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাহলে গোটা ছবিটিকে সুন্দরভাবে মেলে ধরা সম্ভব হত না। তবে এই ছবিতে কোনও আবহসঙ্গীত ব্যবহার করা হয়নি, শেষপর্যন্ত রহস্য ধরে রাখতে চিত্রনাট্য যথেষ্ঠ। তবে মাঝে মধ্যে চিত্রশিল্পী অর্ঘকমলের আঙুলের ছোঁয়ায় পিয়ানোর সুরই এই ছবির দৃশ্যে অন্যমাত্রা যোগ করেছে।

নির্ধারিত সূচি মেনেই ২০ জানুয়ারি, শুক্রবার মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির চতুর্থ ছবি 'কাবেরী অন্তর্ধান'। ছবিঘিরে প্রথমদিনেই দর্শকদের আগ্রহ দেখে মনে হচ্ছে বাকি সময়েও এটিি হলে দর্শক টানতে পারবে। তবে এবার বাকিটা সময়ই উত্তর দেবে।

বায়োস্কোপ খবর

Latest News

রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে যিশু? গুঞ্জন উসকে দিল অভিনেতার পোস্ট, ব্যাপার কী? 'বাড়ি থেকে পালিয়ে বিয়ে তরুণীর, TMC নেতার অত্যাচারে' ২ বছর ধরে ঘরছাড়া পরিবার ভারতীয় পোশাকে ‘মামাবাড়িতে’ ঊষার ৩ সন্তান, জেডি ভান্সদের স্বাগত জানালেন বৈষ্ণব গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে? মা উড়ালপুলে কতগুলি বাতিস্তম্ভ ভেঙেছে?‌ সমীক্ষা করে নম্বর বসানোর পথে কেএমডিএ ম্যাচ দেখে চলে যান এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, রাত ১২টায় চলবে বিশেষ ট্রেন! শহরের কাছে সমবায় ব্যাঙ্কে নির্বাচনে প্রার্থী দিতে পারল না বাম–বিজেপি, জয়ী তৃণমূল ১০ দিন পর স্কুল খুলল ধুলিয়ানে, ক্ষত ভুলে এখন কেমন আছে মুর্শিদাবাদ? বৈশাখ অমাবস্যায় এই বিশেষ ব্যবস্থা পিতৃদোষের কু প্রভাব দূর করে ফেরায় সুখ সমৃদ্ধি ‘ওঁর সম্পর্কে ভালো কথা বলতে কাউকে শুনিনি…’,অরিন্দম শীলকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা

Latest entertainment News in Bangla

রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে যিশু? গুঞ্জন উসকে দিল অভিনেতার পোস্ট, ব্যাপার কী? ‘ওঁর সম্পর্কে ভালো কথা বলতে কাউকে শুনিনি…’,অরিন্দম শীলকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা উত্তরে কখনওই 'না' শুনতে চায় না মেয়ে, নাইসার জন্মদিনে কী লিখলেন অজয় দেবগণ? ‘গদর’-এর পরেই আমিশাকে অবসর নিতে বলেছিলেন বিখ্যাত পরিচালক কখনও পার্সি তো, কখনও অ্যাংলো ইন্ডিয়ান! ‘একেন বাবু’তে বড় চমক শাশ্বতর ডিভোর্স চর্চা? বিয়ের ১৮তম জন্মদিনে বর-মেয়ের সঙ্গে কী করলেন ঐশ্বর্য? বক্স অফিসে মন্দ ব্যাটিং করছে না অক্ষয়ের কেশরী২,ছবির আয় কত?জাট ও সিকন্দরের কী হাল 'তোমার বাড়িতেও গুলি...', সলমন নয়, লরেন্সের নিশানায় এবার কোন অভিনেতা? ভরত কল অতীত, দ্বিতীয়বার ছাদনাতলায় যাচ্ছেন অনুশ্রী দাস? জল্পনা রটতেই কী বললেন? বিয়ের বছর পার, পান পাতা সরিয়ে ফের রাতুলের সঙ্গে শুভদৃষ্টি রূপাঞ্জনার!

IPL 2025 News in Bangla

গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে? ম্যাচ দেখে চলে যান এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, রাত ১২টায় চলবে বিশেষ ট্রেন! ধোনি কি আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না? ম্যাচ শেষে কেন এমনটা করলেন মাহি? ভিডিয়ো: তোর কোচকেও আমি চিনি… ব্রারকে কি পঞ্জাবি ভাষায় ধমক দিলেন বিরাট কোহলি? সেমিফাইনালের আগেই ওখান থেকেও ওকে ব্যান করা হয়… রায়ডুকে রোস্ট করলেন ধাওয়ান রিঙ্কু-বেঙ্কটেশের চোট? GT-র বিরুদ্ধে নামার আগে চাপে KKR! সম্ভাব্য একাদশ কী হবে? IPL 2025-এর পরেও কি ধোনি অবসর নেবেন না? MI-এর বিপক্ষে হারের পর দিলেন বড় ইঙ্গিত মাঠের মধ্যেই RCB অধিনায়কের উপর বাজে ভাবে চোটপাট কোহলির,এমন কী করলেন রজত?- ভিডিয়ো নিজের উপর বিশ্বাস হারালে চাপ বাড়ে… রান পেয়েই নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন রোহিত ১৭৭ রানটা আমাদের জন্য খুব কম ছিল: CSK-কে হারিয়ে রোহিত-সূর্যের প্রশংসায় হার্দিক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.