৯০-এর দশকে জন্ম এমন কেউ করণ জোহর পরিচালিত দুটি ছবি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা ‘কভি খুশি কভি গম’ দেখেননি বোধহয় খুঁজে পাওয়া ভার! ‘রায়চাঁদ’ পরিবারের সেই 'ইতিহাস, পরম্পরা'র সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। আর হবে নাই বা কেন? তখনকার সময় বলিউডের সমস্ত অভিনেতারাই যে এই ছবিতে ছিলেন, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, হৃতিক থেকে কাজল, করিনা, কে ছিলেন না? অমিতাভের সেই কড়া শাসন, শাহরুখ-কাজলের প্রেম, হৃতিক-করিনার ফ্যাশন মুগ্ধ করেছিল সকলকেই, বক্স অফিসেও দারুন সাড়া পেয়েছিল ছবিটি। প্রতিটা সিনেমা হলের বাইরের পোস্টারে অভিনেতাদের গলায় মালা ঝোলার দৃশ্য আজও চোখে ভাসে। আর সেই ছবি কিনা দেখতে দেখতে ২১ বছর পার করে ফেলল!
করণ জোহরের অন্যতম সেরা কাজ বলে মনে করা হয় এই ছবিটিকে। দশকের অন্যতম বড় কাস্টিং দেখা গিয়েছিল এই ছবিতে, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, শাহরুখ খান, হৃতিক রোশন, রানি মুখোপাধ্যায়, প্রমুখকে দেখা গিয়েছিল এই ছবিতে। এই ছবির ট্যাগলাইন ছিল, 'এই ছবি বাবা মাকে ভালোবাসার গল্প বলে।'
কভি খুশি কভি গম ছবিটি ২১ বছর পূর্ণ করায় স্মৃতিচারণ করতে দেখা গেল করণ জোহরকে। তিনি ইনস্টাগ্রামে এই ছবির ক্যামেরার পিছনের দৃশ্য শেয়ার করলেন একটি ভিডিয়োর মাধ্যমে। সাদা কালোয় উঠে এল কেন এই ছবি করণের এতটা কাছের। এই ৫০ বছর বয়সী সিনেমা নির্মাতা এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন 'কোনও ভাষা দিয়েই এই ছবির কথা বর্ণনা করা যাবে না। এত ভালো ভালো অভিনেতাদের পরিচালনা করতে পেরে আমি ধন্য হয়ে গিয়েছিলাম। আর এই ছবিতে যাঁরা কাজ করেছিলেন তাঁরা কিছুদিনের মধ্যে সত্যি পরিবার হয়ে উঠেছিলেন। ২১ বছর পরেও এই ছবির গান, ডায়লগ, ফ্যাশন সবটাই আমায় আবেগতাড়িত করে তুলছে। এই পরিবারের মধ্য দিয়ে সমস্ত পরিবারের গল্প ধরা পড়েছিল। কভি খুশি কভি গম তখনও যা ছিল আজও তাই আছে। হবে নাই বা কেন, এটা তো আমাদের পরিবারকে ভালোবাসার বিষয়।'
এই বিষয়ে উল্লেখযোগ্য করণ জোহর খুব শীঘ্রই তাঁর নতুন ছবি ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ নিয়ে ফিরতে চলেছে বড়পর্দায়। আগামী বছরের ২৮ এপ্রিল মুক্তি পেটে চলেছে ছবিটি। মুখ্য ভূমিকায় আলিয়া ভাট, রণবীর সিং, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, প্রমুখকে দেখা যেতে চলেছে।