বাংলা নিউজ > বায়োস্কোপ > দিল্লিতে করমুক্ত ‘৮৩’, কেজরিওয়াল সরকারকে ধন্যবাদ পরিচালক কবীর খানের

দিল্লিতে করমুক্ত ‘৮৩’, কেজরিওয়াল সরকারকে ধন্যবাদ পরিচালক কবীর খানের

'৮৩' ছবিতে কপিল দেব-এর ভূমিকায় রণবীর সিং।

‘৮৩’কে দিল্লিতে করমুক্ত ঘোষণা করল আপ সরকার। 

অপেক্ষার আর মাত্র এক দিন। তারপরেই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে '৮৩'। ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই গল্পই ফুটে উঠবে '৮৩' ছবিতে। কবীর খান পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ পৌঁছেছে প্রায় উন্মাদনায়। এবার এই ছবিকে দিল্লিতে করমুক্ত ঘোষণা করল আপ সরকার। সে খবর নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া-কে ধন্যবাদ জানালেন কবীর খান।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে '৮৩' ছবির একটি পোস্টার শেয়ার করে এই খবর ঘোষণা করার পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর উদ্দেশে যান্ত্রিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন ছবির পরিচালক। সঙ্গে আরও লিখলেন, 'আপনাদের এই পদক্ষেপ আরও বেশি করে দর্শকদের কাছে ভারতের এই বিজয়গাথাকে পৌঁছে দেবে বলেই আমার বিশ্বাস'।

ছবিতে কপিল দেবের ভূমিকায় রয়েছেন রণবীর সিং।তাঁর স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।আগামী ২৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে '৮৩'। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি। '৮৩'তে 'কপিল দেব' হয়ে ওঠার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন রণবীর? বলি তারকার কথায়, 'সিম্বা ছবির শ্যুটের পরপরই ৮৩-র জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। তখনও আমার চেহারা যথেষ্ট পেশীবহুল ছিল। তাই ধীরে ধীরে তা কমাতে শুরু করি। কপিল দেবের কাছে ট্রেনিং নেওয়া ছাড়াও প্রতিদিন ব্যাটিং, বোলিং এর অনুশীলন করে গেছি। কপিল দেবের একটি বিশেষ ধরণের ব্যাটিং এবং বোলিং স্টাইল ছিল। ওঁর তখনকার চেহারার গঠন অনুযায়ী সেই ব্যাটিং-বোলিং অ্যাকশন একেবারে যথাযথ ছিল। তবে মার্ ক্ষেত্রে সেকথা খাটনি। তাই মাথার গাং পায়ে ফেলে সেই স্টাইল আয়ত্ত করতে হয়েছিল আমাকে। অনেক মাস সময় লেগেছিল নিখুঁতভাবে সেই স্টাইল আয়ত্ত করতে'।

বন্ধ করুন