বাংলা নিউজ > বায়োস্কোপ > Kabir Suman: 'আমায় আর কেউ গাইতে বলে না', ৭৫-এর জন্মদিনে কোন যন্ত্রণার কথা শোনালেন কবীর সুমন

Kabir Suman: 'আমায় আর কেউ গাইতে বলে না', ৭৫-এর জন্মদিনে কোন যন্ত্রণার কথা শোনালেন কবীর সুমন

৭৫-এর জন্মদিনে কবীর সুমন

Kabir Suman: ৭৫ বছরে পা দিলেন কবীর সুমন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন কাজ। পারমিতা মুন্সির আগামী ছবি, ম্যারেজ অ্যানিভার্সারিতে মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছেন কবির সুমন।

৭৫ বছরে পা দিলেন বাংলার অন্যতম খ্যাতনামা সঙ্গীতশিল্পী কবীর সুমন। জন্মদিন নিয়ে এখনও তাঁর কতটা উন্মাদনা আছে তাঁর? এই বিশেষ দিনটিতে তাঁর পরিকল্পনা কী? আগামী কাজ নিয়ে নানা উত্তর দিলেন কবীর সুমন। আজকালকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক জানালেন নানা অজানা কথা।

দেখতে দেখতে জীবনের ৭৫টা বছর কাটিয়ে ফেলেছেন কবীর সুমন। এখন এই সময় দাঁড়িয়ে তাঁর জীবনকে কেমন লাগে? উত্তরে গায়ক জানান, 'খুবই ইন্টারেস্টিং। আজকাল রাতে ঘুম আসে না। সারাদিন তারপর কেমন আচ্ছন্ন লাগে। তবুও বলব জীবনটা দুর্দান্ত। আমার সময় শেষ হয়ে আসছে, তাতে আমার আনন্দ হয়। ক্লান্ত হয়ে গিয়েছি। খুব ইতিবাচক ভাবেই বলছি হরি দিন তো গেল পার করো আমার...' জীবন নিয়ে যতই তিনি ক্লান্ত হয়ে যান, মানুষের কাছে তাঁর জন্মদিন মানে তো একটি বিশেষ দিন। এই দিনে তিনি কী করেন? আজকের জন্য তাঁর পরিকল্পনা কী? এই বিষয়ে তিনি বলেন, 'কিছু না। আর বাকি পাঁচটা দিনের মতোই যাবে। বাড়িতে বারণ করে দিয়েছি কিছু না করতে।'

আর জন্মদিনের উপহার? জীবনে কি আবার নতুন করে প্রেমে পড়তে চলেছেন তিনি? এর উত্তর কবীর সুমন বলেন, 'প্রেম আসবে কি, এসে গিয়েছে। তবে আমি প্রেমে পড়ি না, কামে পড়ি। পৃথিবীর এত সুন্দর, চারিদিকে এত সুন্দরীদের ভিড়। এসব উপভোগ না করলে চলে? এগুলোর জন্যই তো এত বছর বেঁচে থাকা।'

এক একটি কাজের মধ্যে কেন এত বিরতি রাখছেন কবীর সুমন? ক্লান্তিই কি কারণ? উত্তরে তিনি বলেন, 'আমায় সুরকার হিসেবে কেউ চান না। জাতিস্মর ছবিতে কাজ করি যখন সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন তাঁর আমায় নিয়ে কাজ করার ইচ্ছে বহুদিনের। কিন্তু কিছুতেই পারছিলেন না। সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। কারণ আমায় কেউ চান না বাংলায়। পছন্দ করেন না। রাগ অভিমান থেকে বলছি না, সত্যি বলছি। একজন নায়ক ভালো অভিনয় করলে পর পর ভালো কাজ পান। একজন গায়কও তাই। আমি ভালো কাজ করেও ডাক পাই না।'

বর্তমান গানের দুনিয়া নিয়েও অকপটে নিজের মন্তব্য জানান কবীর সুমন। বলেন, 'যে যাঁর মতো গান তৈরি করছেন। কিন্তু কেউ খুব একটা শুনছেন বলে মনে হয় না। ভালো কণ্ঠস্বরের অভাব আছে। নিত্য জীবনের শিক্ষাতেও দৈন্যের ছাপ স্পষ্ট। এখন আর কেউ গান মুখস্থ করেন না। খাতা দেখে গাওয়ার সময় এটা। হারমোনিয়াম বাজানোর ঝোঁক কমেছে, বেড়েছে গিটার বাজানো।' একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেন আজকাল আর তাঁকে কেউ গান শোনাতে বলে না। তাঁর কথায়, 'আজকাল আর আমায় কেউ গাইতে বলেন না। অথচ ছোটবেলায় সবার আবদার ছিল একটা গান শোনাবে? আমার মা পর্যন্ত ডেকে আমায় গাইতে বলতেন। এখন আর কেউ গান শোনেন না।'

বন্ধ করুন