আজ ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার দিন। প্রতিটি প্রেমী জোড়ার আজ কিছু না কিছু পরিকল্পনা আছেই। বসন্তের এই সময়ে যখন বাতাসেও লেগে থাকে মিষ্টি প্রেমের সুবাস তখনই অকপটে প্রেমের কথা স্বীকার করে নিলেন কবীর সুমন।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, টোপর! বধূবেশে মনোজ মুরলির বাহুলগ্না দেবলীনা, 'ফের গৌরবের ডিভোর্স?' প্রশ্ন নেটপাড়ার
কী জানালেন কবীর সুমন?
প্রেম দিবসে সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে বর্ষীয়ান গায়কের ‘প্রিয়তমা’ সেলফি তুলছেন। আর পিছনে দাঁড়িয়ে, দুই কাঁধে হাত রেখে তাঁর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কবীর সুমন। কমেন্ট বক্সের দিকে চোখ রাখতেই জানা গেল, গায়কের থাকা ছবির এই মহিলার নাম সৌমী বসু মল্লিক। ফেসবুকের তথ্য অনুযায়ী হাওড়া নিবাসী তিনি।
কবীর সুমন এদিন ছবিটি পোস্ট করে লেখেন, 'আমাদের ভ্যালেন্টাইন।' সঙ্গে ছবির মধ্যে লেখা ভ্যালেন্টাইন ২০২৫। অনেকেই তাঁদের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনাদের ফাল্গুনের শুভেচ্ছা।' আরেকজন লেখেন, 'কি সুন্দর! কি মিষ্টি! ফাল্গুনের শুভেচ্ছা ও ভালবাসা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ও বাবা! কি সুন্দর! কি উজ্জ্বল! হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।'
কবীর সুমনের এই পোস্টে জবাব দিয়েছেন সৌমীও। তিনিও অকপটে ভালোবাসার কথা স্বীকার করে লেখেন, 'আমি তোমায় ভালবাসি।'
কবীর সুমনের প্রাক্তন সম্পর্ক
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই ৭৫ বছর বয়সেও নাকি বিছানায় সক্ষম কবীর সুমন। তিনি নিজেই বছর দেড়েক আগে এমন কথাই বলেছিলেন। একই সঙ্গে জানিয়েছিলেন তিনি নাকি ৫টি বিয়ে করেছেন।
জানা যায়, কবীর সুমন, যদিও তখনও তিনি সুমন চট্টোপাধ্যায় যখন প্রথমবার আমেরিকায় যান ১৯৬৯ সালে তখন ভয়েস অব আমেরিকায় কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে বাংলাদেশি সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। সেখান থেকে ১০ বছর পর দেশে, কলকাতায় ফিরে আসেন। সংসার পাতেন। সেই সময় নাজমাকে বিয়ে করতে গিয়েই নাকি কবীর সুমন ধর্মান্তরিত হয় বলেই শোনা যায়। যদিও পরবর্তীতে জার্মানি যাওয়ার পর তাঁদের সেই সম্পর্কে ছেদ পড়ে।
এরপর কবীর সুমন প্রেমে পড়েন মারিয়া নামক এক মহিলার। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। উল্টে তিনি গায়কের বিরুদ্ধে শারীরিক, মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। তাঁর সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই কবীর সুমন বিয়ে করেন বাংলাদেশি গায়িকা সাবিনা ইয়াসমিনকে। সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিচ্ছেদ হয়নি কবীর সুমনের। তবে দু-দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকেন না তাঁরা। তবে গায়কের বাকি দুই স্ত্রী কারা, সেই পরিচিতি আজও রহস্যের আড়ালেই রয়েছে। আর তার মাঝেই এদিন তিনি তাঁর ২০২৫ এর ভ্যালেন্টাইনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন।