চর্চায় বাংলাদেশ। চারিদিকে এখন প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়েই আলোচনা চলছে। বাংলাদেশ নিয়ে অবশ্য ছাত্র আন্দোলনের শুরু থেকেই মুখ খুলেছিলেন কবীর সুমন। নিজের ফেসবুকের পাতায় করেছিলেন একের পর এক পোস্ট। সেদেশের উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তা দিয়েছিলেন। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। হাসিনার পদত্যাগের পর সেদেশ এখন স্বাধীনতার উচ্ছ্বাসে ভাসছে। ঠিক তখন কী লিখলেন বাংলাদেশের ‘জামাই’ কবীর সুমন?
সোমবার হাসিনার পদত্যাগের পর সেদেশের মানুষ স্বাধীনতার আনন্দে ভাসতেই ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘সুপ্রভাত নববাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ’। আর এবার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াইয়ে নামা আন্দোলনকারীদের জন্য গান বাঁধলেন শিল্পী। কবীর সুমন গাইলেন,
‘কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন জাগিনি এভাবে/ ঐ তো বাংলাদেশ, স্বৈরাচারের শেষ, এ আগুন কেই-বা নেভাবে/ আবার বাঁচতে চাই, মৃত্যুর মুখে ছাই, বাংলা ভাষাই হলো প্রাণ/ মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান।’
‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো,এ-লড়াই মুক্তির গান’ ক্যাপশানে ফেসবুকের পাতায় নিজের লেখা ও গাওয়া গানটি শেয়ার করেন কবীর সুমন।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সেই আন্দোলন অন্যরূপ নেয়। চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। আর তারপরই সেদেশে দেখা দিয়েছে অস্থিরতার ছবি। বঙ্গবন্ধুর মূর্তি শুধু হাতুড়ি দিয়ে ভাঙা হয়নি, জেসিপি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। চারিদিকে বিভিন্ন মূর্তি ভাঙা হচ্ছে। আক্রমণ করা হচ্ছে হিন্দুদের উপরও। ইতিমধ্যেই ইসকন সহ বিভিন্ন হিন্দুমন্দিরে হামলার ছবি উঠে এসেছে। এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলনকে সমর্থনকারী বাংলাদেশের বহু তারকাও এই আন্দোলন, স্বাধীনতাকে কলঙ্কিত না করার আর্জি জানিয়েছেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন থেকে শাকিব খান, অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা, রাফিয়াত রশিদ মিথিলা সকলেই সম্প্রীতির বার্তা দিয়েছেন।