সোমবার ১৩ মে ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। এখনও বাকি বেশ আরও কয়েক দফা। চারিদিকে এখন নির্বাচনী আবহ। আর তার মধ্যেই কাঁচা বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর একটি আস্ত গান বানিয়ে ফেললেন লোকসভা নির্বাচন নিয়ে।
আরও পড়ুন: শিলাজিতের স্মৃতি জুড়ে কেবলই মিঠুনের নকশাল আন্দোলনের কথা, বললেন, 'বোমা হাতে দৌড়াতে দেখেছি...'
লোকসভা নির্বাচন নিয়ে ভুবন বাদ্যকরের গান
সোমবার ছিল ভুবন বাদ্যকর যে লোকসভা কেন্দ্রের বাসিন্দা সেখানকার ভোট। অর্থাৎ দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের পুংলাপুরে ভোট দিলেন তিনি। হ্যাঁ, প্রায় দুই কিলোমিটার হেঁটে এসে তিনি এদিন ভোট দেন। তারপরই গান গেয়ে শোনালেন তিনি।
আরও পড়ুন: 'কী বলব ভেবে পাচ্ছি না...' কেশপুরে গিয়ে শোকপ্রকাশ করতেই স্থানীয়দের কাছে ট্রোল্ড হিরণ, দেখুন ভাইরাল ভিডিয়ো
ভুবন বাদ্যকর নামটা এখন আর অজানা নয়। কয়েক বছর আগে বাদাম বিক্রি করে তাঁর দিন চলতো। আর সেই বাদাম বিক্রি করার জন্যই তিনি একটি গান বেঁধেছিলেন। সেটাই রাতারাতি বিখ্যাত হয়ে যায়। তার সঙ্গে বিখ্যাত হয়ে যান তিনিও। আর এখন তো বলা যায় তিনি একপ্রকার তারকা হয়ে গিয়েছেন। আর তারকাদের তো একটা দায়িত্ব আছে নাকি সমাজকে সচেতন করার! সেই একই দায়িত্ব এদিন ভোট দিতে এসে পালন করলেন ভুবন বাদ্যকর। তিনি সকলের উদ্দেশ্যে বলেন হানাহানি করে নয়, বরং আনন্দ করে যেন ভোট দেন সকলে।
এরপরই সেখানকার যাঁরা ভোটার ছিলেন তাঁদের আবদারে ভুবন বাদ্যকর তাঁর সেই বিখ্যাত গান কাঁচা বাদাম গেয়ে শোনান। কয়েক বছর আগে এই গানে দেশের অসংখ্য মানুষ তো বটেই, বিদেশের বহু মানুষও রিল বানিয়েছিলেন।