Amitabh-Kader: ‘বন্ধু’ অমিতাভকে ‘স্যারজি’ না বলায় কাজ হারিয়েছিলেন কাদের খান!
1 মিনিটে পড়ুন . Updated: 24 Jul 2022, 04:19 PM IST- একটা সময় অমিতাভ বচ্চন ও কাদের খানের সম্পর্ক ছিল মজবুত। তবে এই কারণে তিক্ততা এসেছিল বন্ধুত্বের সম্পর্কে। কী ঘটেছিল?
বলিউডের অন্যতম চরিত্রাভিনেতা তিনি। আবার একাধারে তিনি ছিলেন বলিউডের অন্যতম চর্চিত সংলাপ রচয়িতা। আজও আপামর সিনেপ্রেমী মনে রেখেছে কাদের খানকে। তবে জানেন কী প্রয়াত অভিনেতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক একেবারেই সুমধুর ছিল না। এর জেরে একাধিক প্রোজেক্ট থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। সেটা ছিল কাদের খানের কেরিয়ারের বড় ধাক্কা। তবুও মাথানত করতে রাজি ছিলেন না এই ‘আত্মসম্মানী’ অভিনেতা।
একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন কাদের খান ও অমিতাভ বচ্চন। আবার অমিতাভের বহু হিট সংলাপ বেরিয়েছে কাদেরের কলম থেকে। সেই সব ছবির অন্যতম ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দো অউর দো পাঁচ’, ‘কালিয়া’,'সত্তে পে সত্তা', ‘কুলি’, ‘শাহেনশা’, ‘অগ্নিপথ’-তালিকাটা বেশ দীর্ঘ।
এর পুরোনো সাক্ষাৎকারে কাদের খান বলেছিলেন, ‘আমি অমিতজি’কে অমিত বলে সম্বোধন করতাম। একজন প্রযোজক আমাকে এসে বলল, আপনি স্যারজির সঙ্গে দেখা করেছেন? আমি বললাম স্যারজি কে? উনি জবাব দেন, ‘আপনি স্যারজিকে চেনেন না? ওই যে অমিতজি আসছেন’। আমি তখন জানাই- ও তো অমিত, ও আবার স্যারজি কবে থেকে হল? প্রযোজক চোখ গোলগোল করে বলল, আমরা ওঁনাকে স্যারজি বলি। এরপর দেখলাম সবাই অমিতকে স্যারজি বলছে। তবে আমার মুখ দিয়ে ওটা বার হল না। আমি ওই গ্রুপ থেকে বেরিয়ে গেলাম। কেউ কি নিজের বন্ধু বা ভাইকে স্যারজি বলতে পারে? '
এরপর অভিনেতা আক্ষেপের সুরে আরও জানান, ‘আসলে আমার জন্য ওই বিষয়টা অসম্ভব ছিল। তাই হয়ত ওর সঙ্গে আমার আর ওই সম্পর্কটা বজায় থাকেনি। এই জন্য খুদা গাওয়া’তে আমি ছিলাম না। ফির গঙ্গা, যমুনা, সরস্বতী আমি অর্ধেক লিখেছিলাম, এরপর ছেড়েদি। একাধিক ছবির কাজ আমি শুরু করেছিলাম, তবে আমি সেগুলো ছেড়েদি'।
২০১৫ সালে ‘হোগায়া দিমাগ কা দহি'তে শেষবার দেখা মিলেছিল কাদের খানের। দীর্ঘ অসুস্থতার পর ২০১৯ সালের ১লা জানুয়ারি প্রয়াত হন কাদের খান। তাঁর মৃত্যুর পর অমিতাভ বচ্চন টুইট বার্তায় লেখেন, ‘কাদের খান চলে গেলেন। খুবই দুঃখজনক খবর। দুর্দান্ত মঞ্চ অভিনেতা এবং ফিল্মি দুনিয়ার সব থেকে প্রতিভাবান অভিনেতাদের অন্যতম। আমার বহু সফল ছবির লেখকও বটেন। সঙ্গে এক জন ম্যাথমেটিশিয়ানও।’