কৈলাশ খের, জনপ্রিয় এই গায়কের সঙ্গে কমবেশি অনেকেই পরিচিত। ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তিনি বহু গান লিখেওছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের ছবি থেকে তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন কৈলাশ খের। কৈলাশ জানান, তিনি গানটি রেকর্ডও করে ফেলেছিলেন, তবে যখন অডিও সিডি বের হল, তখন সেখানে তাঁর নাম ছিল না।
কৈলাশ খের জানান, শাহরুখ খানের 'চলতে চলতে' ছবিতে গান গাওয়ার জন্য তাঁকে ডাকা হয়েছিল। আজিজ মির্জা পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। 'চলতে চলতে' ছবিতে তিনি গান রেকর্ড করার পরও তাঁকে সরিয়ে ফের সুখবিন্দর সিংকে দিয়ে সেই গান গাওয়ানো হয়েছিল।
আরও পড়ুন-অক্ষয় টুইঙ্কলকে বিয়ে করতে চাইলে, জামাইকে মেয়ের সঙ্গে সহবাসের পরামর্শ দেন ডিম্পল!
আরও পড়ুন-‘শাহরুখের জন্য চেন্নাইয়ের ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে', মত জওয়ানের আর্ট ডিরেক্টরের
সাক্ষাৎকারে ঠিক কী বলেছেন কৈলাশ খের?
কৈলাশ খের বলেন, যে পরিচালক নিজেই চলতে চলতে-ছবিতে গান গাওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কৈলাশ খের বলেন, ‘পরিচালক আমায় জানান, জাভেদ আখতারের লেখা একটি গান আমাকে গাইতে হবে। ভেবেছিলাম বড় কোনো পরিচালক আমাকে ডাকলে মন্দ নয়। আমিও গান গাইতে যাই। যাঁদের কথা বলছি, তাঁরা বেশ বড় নাম। তাই গানটা গেয়েও ছিলাম। গানটাও বেশ কঠিন ছিল, একদম কুস্তির মতো। যেটা গাইতে অনেক পরিশ্রম করতে হয়েছিল।’
কৈলাশ খের আরও বলেন, ‘গানটা গাওয়ার পর আমি আমার বোনকেও সুখবর দিয়েছিলাম। বলি, শাহরুখ খানের ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছি। তবে ছবিটির প্রথম অডিও সিডি আসার পর অবাক হয়ে দেখি তাঁর নাম বদলে অন্য কারোও নাম রয়েছে। তখন ভাবলাম বড় মানুষও ছোট কাজ করে।’
প্রসঙ্গত, কৈলাশ খের যে গানটি রেকর্ড করেছিলেন সেটি ছিল ‘লাই ভি না গই’। যেটি পরে গেয়েছিলেন সুখবিন্দর সিং। কৈলাশ খের বলেন, এই ঘটনার পর তাঁর চোখ খুলে গিয়েছিল।