বেশ কয়েকদিন আগে অভিনেত্রী কাজল একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গাড়ির ব্যাকসিটে বসে ক্রোশেটের কাজ করতে করতে নিজেকে ব্যস্ত রেখেছেন।আর এইবার তিনি শ্যুটের জন্য তৈরি হওয়ার সময় বেছে নিয়েছেন তার প্রিয়‘টাইম পাস’ কে।সেখানেও করছেন ক্রোশেটের কাজ।
একাধিক অনুষ্ঠানে, বলিউড অভিনেত্রী কাজল উপস্থিত থাকতে পছন্দ করেন। পর্দায় আমরা যেমন তাকে দেখতে পাওয়া যেত, বাস্তব জীবনেও তিনি ততটাই প্রাণচ্ছ্বল। নিজের ব্যস্ত শিডিউলের মধ্যেও অবসর সময় কে তিনি কাজে লাগাতে পছন্দ করেন।ক্রোশেটের কাজ করে নিজের পছন্দের পোশাক বানিয়ে ফেলেন তিনি। অভিনেত্রী নিজের ইনষ্টাগ্রামে শেয়ার করেন যে তিনি চুল এবং মেকআপ করার সময় কীভাবে নিজেকে নিযুক্ত রাখেন। অন্যান্যদের মত নিজের মুঠোফোনে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে নয়।
আরও পড়ুন: (‘মা গয়না বিক্রি করে...’ নিজের কঠিন সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগপ্রবণ রহমান)
এই তারকা অভিনেত্রী আশেপাশের লোকদের সাথে গল্প করতে বা মজার জোকস শুনিয়ে তাদের হাসাতে পছন্দ করেন। কিন্তু কিছু কিছু সময় তিনি তার প্রিয় গান শুনে, বাক্রোশেটিং করে সময়কে সঠিকভাবে কাজে লাগান। ১৪ইমে, দিলওয়ালে নায়িকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ক্লিপে দেখা যায় তিনি তৈরি হচ্ছেন শট দেওয়ার জন্য আরক্রোশেটিং করে বানিয়ে নিচ্ছেন নিজের প্রিয় পোশাক। ক্যাপশন দেন –‘মেকআপ আসবে এবং যাবে। চুল আসবে আর যাবে। কিন্তু ক্রোশেট চিরকাল বেঁচে থাকবে।#partyondude #crochetandme #diyparty।’বহু ব্যাক্তি তার এই কাজের প্রশংসা করেন। কমেন্টের মধ্যমে সাবাস দেন তাদের প্রিয় নায়িকা কে।
আরও পড়ুন: (হার্টের সমস্যায় কাহিল হয়ে হাসপাতালে ভর্তি রাখি! এখন কেমন আছেন?)
প্রসঙ্গত, লাস্ট স্টোরিজ ২-এ অভিনয় করার পর, কাজল‘সারজামিন’ এবং‘দো পট্টির’ ছবির শুটিং শেষ করেছেন।শোনা যাচ্ছে এই ছবিতে তার সঙ্গে কাজ করতে দেখা যাবে কৃতি শ্যানন কে।