ষষ্ঠী থেকে নবমী, মুখার্জি বাড়ির পুজোয় প্রতিদিনই রণং দেহি মূর্তিতে পাওয়া গিয়েছে কাজলককে। পান থেকে চুন খসলেই রাগতে দেখা গিয়েছে নায়িকাকে। কখনও তিনি পাপারাৎজিদের উপর চোটপাট করেছেন, কখনও আবার দর্শনার্থীদের উপর গোঁসা করেছেন। দশমীতেও আলোচনার কেন্দ্রে কাজল, তবে এবার অন্য কারণে। এদিন মা-কে বরণ করতে গিয়ে অস্থায়ী সিঁড়িতে দুর্ঘটনার সম্মুখীন হতে দেখা গেছে তাঁকে। প্যান্ডেলে সিঁড়ি দিয়ে নামার সময়, কাজল দুর্ঘটনাক্রমে তার ফোনটি ফেলে দেন, যা দেখে হেসে কুটিপাটি খাচ্ছেন অনেকে। কেউ বলছেন- বেশ হয়েছে।
শনিবার ইনস্টাগ্রামে মুম্বইয়ের এক পাপারাৎজির পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় মা-য়ের সামনে রাখা অস্থায়ী সিঁড়ি দিয়ে নামতে গিয়েই বেসামাল কাজল। তাঁকে কোনওরকমে সামলে নেন বোন তনিশা। কিন্তু ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছে। আসলে সিঁড়ি থেকে নামার সময় তিনি ফোনটি ব্যবহার করছিলেন। সেই কারণেই সিঁড়িতে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। ফোন ফেলার পর হতভম্ব কাজল, তাঁকে শান্ত করেন বোন।
এদিন পুরোদস্তুর বাঙালি সাজে দেখা গেল কাজলকে। লাল পাড় সাদা গরদের শাড়িতে সাজলেন তিনি। তনিশার দেখা মিলল গোপালি রঙা সিল্কের শাড়িতে।
ভক্তদের প্রতিক্রিয়া দ্বিধাবিভক্ত
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন মন্তব্য বাক্স। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কাজল খুব আনাড়ি!!!’ ‘আরেকজন লিখেছেন, ‘কাজলের আনাড়িপনার সঙ্গে আমি রিলেট করতে পারি’। আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘প্রতি বছর দুর্গাপুজোয় পড়ে যান তিনি, এবার ফোন পড়ে গেছে’। অন্য আরেকজন লিখলেন, ’এটা আসলে কর্মফল। সারাক্ষণ এত খিটখিট করে অন্যদের উপর… বেশ হয়েছে'।
এ বছর জুহুর এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের কাছে আয়োজন করা হয়েছিল নর্থ বম্বে সার্বজনীনের পুজো যা মূলত মুখার্জিদের পুজো হিসাবেই পরিচিত। কাজল ও রানি মুখোপাধ্যায় ছাড়াও জয়া বচ্চন, সুমনা চক্রবর্তী, অজয় দেবগণ, রণবীর কাপুর, আলিয়া ভাট, সুস্মিতা সেন, বিপাশা বসু, ঈশিতা দত্ত, বৎসল শেঠ, সহ আরও অনেক তারকাকে এই প্যান্ডেলে দেখা গেছে।
গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে কাজলের বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে, যেখানে কখনও পুজো মণ্ডপের সামনে জুতো পরে চলে আসায় পাপারাৎজিদের উপর চেঁচাচ্ছেন কাজল, কোথাউ খাবার পরিবেশন করার সময় তাঁকে ক্যামেরাবন্দিয় দর্শনার্থীর উপর চোটপাট করছেন। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় স্বামী অজয় দেবগনকেও চিমটি কাটতেও দেখা গেছে কাজলকে।
কাজলের আসন্ন প্রোজেক্ট
চরণ তেজ উপ্পলাপতির অ্যাকশনের ভরপুর ছবি মহারাগনি – কুইন অফ কুইন্স ছবিতেও দেখা যাবে কাজলকে। এই ছবির সৌজন্যেই ২৭ বছর পরে প্রভু দেবার সাথে ফের জুটি বাঁধতে চলেছেন কাজল। নেটফ্লিক্সের দো পত্তি ছবিতেও দেখা যাবে তাঁকে, যেখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কাজলের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন কৃতি শ্যানন।