পুজো শুরু হয়ে গিয়েছে। কলকাতাবাসীর মতোই দুর্গাপুজো আনন্দে মাতোয়ারা প্রবাসী বাঙালিরা। মুম্বইতেও পুজো নিয়ে ব্যস্ত বাঙালি পরিবারগুলি। আর মুম্বইয়ের পুজোর কথা এলেই আসে 'মুখার্জি' বাড়ির পুজোর কথা। হ্যাঁ, কাজল, রানি, সর্বাণী, অয়ন মুখোপাধ্যায়দের বাড়ির পুজোর কথা-ই বলছিলাম।
মুম্বইতেও ষষ্ঠী থেকেই মুখার্জি বাড়িতে পুজো শুরু হয়ে গিয়েছে। সেখানে শুরুর দিন থেকেই হাজির কাজল, রানি, তানিশারা। মহাসপ্তমীর সকালেই সেজেগুজে নিজের বাড়ির পুজোতে ছেলে যুগকে নিয়ে হাজির হয়ে যান কাজল। এদিন কাজল পরেছিলেন গোলাপী রঙের এমব্রয়ডারী করা শাড়ি, মাথার চুলে ফুল দিয়ে খোঁপা করেছিলেন। যুগকে পরিয়েছিলেন সাদা পাঞ্জাবি ও চোস্তা। পুজো মণ্ডপে ঢোকার সময় বাড়ির এক বয়ঃজ্যেষ্ঠকে প্রণাম করতেও দেখা যায় কাজলকে।
আরও পড়ুন-মুম্বইয়ে ‘মুখার্জি’ বাড়ির পুজো, মহাষষ্ঠীতে কাঁসর বাজালেন কাজল
সেসব ঠিকঠাকই ছিল। তারপর অঞ্জলি দেওয়ার ঠিক আগেই ঘটে বিপত্তি। পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার আগে ফোনে চোখ রেখেই মঞ্চে হাঁটছিলেন কাজল। মঞ্চের শেষধাপটি খেয়াল করেননি। একটু হলেই হুমড়ি খেয়ে পড়তেন কাজল। তবে মঞ্চ থেকে পড়ে গেলেও সেভাবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সামনে দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তাকর্মী এবং কাজলের বোন তানিশা এসে তাঁকে ধরে ফেলেন। তবে কাজলের হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায়।
কাজলের এই ভিডিয়ো দেখে নেটনাগরিকরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘উনি তো নিজে অ্যাটিটিউড দেখাতেই ব্যস্ত হয়ে পড়েন। কোনওদিকে খেয়ালই থাকে না।’ আরও একজন লিখেছেন, ‘উনি তো দেখি প্রায় দিনই পড়ে যান।’ কেউ আবার শুধুই হেসেছেন। কারোর কথায়, ‘কিছুদিন আগেও তো পড়ে গিয়েছিলেন, ওনার পড়ার অভ্যাস আছে।’ এমনই নানান মন্তব্য উঠে আসে।