প্রাণখোলা হাসি, একরাশ সরলতা নিয়ে আজ প্রায় দুই প্রজন্ম ধরে সকলের মন জয় করে রেখেছেন কাজল। তবে কাজল এমন একজন অভিনেত্রী যিনি বারবার ক্যামেরার সামনে অপ্রস্তুতে পড়েছেন। কখনও বিমানবন্দরে আছাড় খেয়ে পড়েছেন কখনও আবার জামা নিয়ে অস্বস্তিতে পড়েছেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন, নিজেকে খুব ভালোভাবেই সামলাতে জানেন এই অভিনেত্রী।
সম্প্রতি কাজলের সঙ্গে আরও একবার ঘটে গেল তেমনি একটি ঘটনা। এক বৃদ্ধ ভক্ত রীতিমতো পা তুলে দিলেন কাজলের পায়ে। তারপর? ওই ভক্তের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করলেন কাজল? সর্বসমক্ষে কি তাঁকে অপমান করে বসলেন তিনি? না, আপনি যেটা ভাবছেন, সেটা একদমই নয়।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে হোলিকা দহন উদযাপন অমিতাভের, কে বন্দি করল বিগ বি-জয়ার মিষ্টি মুহূর্ত?
আরও পড়ুন: দীপিকা-ঐশ্বর্যর দলে নাম লেখাতে চললেন আলিয়া! এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক নিয়ে কী বললেন?
কাজল বারবার নিজের বড় মনের পরিচয় দিয়েছেন। এবারেও তার অন্যথা হয়নি। ছবি তুলতে গিয়ে যখন বৃদ্ধ ভক্ত কাজলের পায়ের ওপর পা তুলে দেন, তখন কাজল কিছুটা সরে যান। তবে তিনি বুঝতে পারেনি, ঐ বৃদ্ধ যা করেছেন তা ইচ্ছে করে করেননি। যা হয়েছে তার পুরোটাই ভুলবশত হয়েছে।
কাজলের পায়ে পা তুলে দিয়ে বৃদ্ধও যে ভীষণ অপ্রস্তুতিতে পড়ে গিয়েছিলেন, সেটা তাঁর হাবেভাবে স্পষ্ট হয়ে যায়। অভিনেত্রীর পায়ে পা লেগে গেছে বুঝতে পেরেই ওই বৃদ্ধ সঙ্গে সঙ্গেই সরে যান। তবে গোটা ব্যাপারটা ভীষণ ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছেন কাজল।
আরও পড়ুন: দু'ঘণ্টার স্বাদ এবার দু মিনিটে, বিজ্ঞাপনের মোড়কে দেখুন মিনি ZMND
আরও পড়ুন: দেড় বছর ধরে চলছে প্রেম, ৬০-এ এসে প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করালেন আমির খান, কে এই মেয়ে?
অভিনেত্রীর গায়ে পা লেগে গেলেও সেখান থেকে সরে না গিয়ে বৃদ্ধ বার বার চেষ্টা করছিলেন ছবি তোলার। কাজলও সহযোগিতা করেন। অটোগ্রাফ দিতে দিতেই হাসিমুখে বৃদ্ধের মুঠোফোনে বন্দি হতে রাজি হয়ে যান তিনি। এখানেই প্রমাণ হয়ে যায়, কাজল সত্যিই একজন বড় মনের মানুষ। কাজলের এই ব্যবহার দেখে খুব খুশি হয়েছেন তাঁর ভক্তরা।