বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol Nodir Jole Promo: বরের দাদা প্রাক্তন প্রেমিক! দোটানায় অরুণিমা, 'ফাগুন বউ'-র কপি? কাজল নদীর জলের প্রোমো ঘিরে প্রশ্ন

Kajol Nodir Jole Promo: বরের দাদা প্রাক্তন প্রেমিক! দোটানায় অরুণিমা, 'ফাগুন বউ'-র কপি? কাজল নদীর জলের প্রোমো ঘিরে প্রশ্ন

বরের দাদা প্রাক্তন প্রেমিক! দোটানায় অরুণিমা, ‘ফাগুন বউ-এর কপি’, বলছে নেটপাড়া

Kajol Nodir Jole Promo: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় মৈনাকের প্রেমে পড়েছিলেন অরুণিমা। অথচ ভাগ্যক্রমে তাঁর ভাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন, এবার? 

পরিচালকদের কর্মবিরতির দিনই আসন্ন সিরিয়ালের প্রোমো শ্য়ুটিং-এ ব্যস্ত ছিলেন অনিন্দ্য়-মৈনাক-অরুণিমারা। সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রকাশ্যে এল সেই সিরিয়ালের প্রোমো। ‘অমর সঙ্গী’র টেলিকাস্টের সময় দেখেই চটেছিল নীল-শ্যামোপ্তি ভক্তরা। তখনই জানা গিয়েছিল এবার টাটকা দুপুরে এক নয়, একাধিক নতুন সিরিয়াল নিয়ে আসছে জি বাংলা।

সেই তালিকায় ‘অমর সঙ্গী’র পর দ্বিতীয় মেগা অরুণিমা-মৈনাক এবং অনিন্দ্যর ‘কাজল নদীর জলে’। ইচ্ছেপুতুলের পর এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন মৈনাক। অন্যদিকে গাঁটছড়া খ্যাত অনিন্দ্য এবার জি বাংলার পর্দায়। মন দিতে চাই শেষ হতে না হতেই জি বাংলাতে আবারও অরুণিমার দেখা মিলল।

সিরিয়ালের প্রথম প্রোমোয় কোনও চমক চোখে পড়ল না। চেনা পরিচিত ছকে বাঁধা কাজল নদীর জলের ঝলক। প্রোমোর শুরুতেই দেখা গেল কলেজের অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করছেন অরুণিমা। গানে সঙ্গত করছেন মৈনাক। অরুণিমার চোখের ভাষাতেই স্পষ্ট মৈনাককে ভালোবাসে সে। যদিও সেই ভালোবাসা একতরফা নাকি দুজনে প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন তা স্পষ্ট নয়।

ভালোবাসা ভুলে নতুন শুরু করল কঙ্কা (অরুণিমা)। আর বিয়ের দিনই আবার সেই গানের গলা ভেসে আসে তাঁর কানে। তখন যদিও বরের প্রিয় সোনাদার সঙ্গে আলাপ হয়নি তাঁর। শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিনই সোনাদার সঙ্গে বর আলাপ করাল কঙ্কার। যাদবপুর ইউনিভার্সিটির ২০১৯-এর ব্যাচের সমুজ্জ্বল বসুকে সে আগে থেকেই চেনে বুঝিয়ে দেয় কঙ্কা। তাতে রীতিমতো শকড শ্বশুরবাড়ির লোকজনেরা। ভাসুরের দিকে নতুন বউয়ের অদ্ভূত চাউনিতে অস্বস্তিতে পড়েন অনেকেই।

প্রোমোর কমেন্ট বক্সে নেটিজেনদের নানান মন্তব্য ধেয়ে এসেছে। অধিকাংশই এই সিরিয়ালের প্রোমো দেখে ‘ফাগুন বউ’-এর কপি বলে কটাক্ষ করেছেন। ঐন্দ্রিলা-বিক্রম-কৌশিক অভিনীত সেই মেগাতেও ভাসুরই ছিল ফাগুন বউ ঐন্দ্রিলার প্রাক্তন প্রেমিক। দুপুর দুটো-র স্লটে কতটা সাড়া ফেলতে পারবে এই মেগা, সেটাই এখন দেখবার। ১২ই অগস্ট থেকে সম্প্রচারিত হবে জি বাংলার এই নতুন মেগা। 

বায়োস্কোপ খবর

Latest News

এবার শ্রাদ্ধ পক্ষে মাতৃ নবমী কবে? কেন এত বিশেষ এই তিথি, জেনে নিন বিশদে গিয়েছেন পুরী, কিন্তু কোথায় ছিলেন? হোটেল ঘুুরিয়ে দেখালেন রাজা-মধুবনী হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে? মাত্র ১৫ ম্যাচ ODI খেলা ক্রিকেটারকেই অধিনায়ক করল ECB…অজি সিরিজের দায়িত্বে ব্রুক! ‘পিরিয়ডস হলেই অশুচি! ঠাকুরঘরে ঢোকা ছিল নিষেধ, এটা নিয়ে বাড়িতে কথাও বলা যেত না’ কিছু ক্ষেত্রে UPIতে লেনদেনের সর্বোচ্চ সীমা বেড়ে ৫ লাখ, সোমবার থেকে নয়া নিয়ম আগামিকাল ভাদ্র সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হবে মা মনসা, জেনে নিন এই পুজোর মহত্ব শিশুর মায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা সরকারি হাসপাতালে, গ্রেফতার ওয়ার্ড বয় কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের!ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার ‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.