পরিচালকদের কর্মবিরতির দিনই আসন্ন সিরিয়ালের প্রোমো শ্য়ুটিং-এ ব্যস্ত ছিলেন অনিন্দ্য়-মৈনাক-অরুণিমারা। সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রকাশ্যে এল সেই সিরিয়ালের প্রোমো। ‘অমর সঙ্গী’র টেলিকাস্টের সময় দেখেই চটেছিল নীল-শ্যামোপ্তি ভক্তরা। তখনই জানা গিয়েছিল এবার টাটকা দুপুরে এক নয়, একাধিক নতুন সিরিয়াল নিয়ে আসছে জি বাংলা।
সেই তালিকায় ‘অমর সঙ্গী’র পর দ্বিতীয় মেগা অরুণিমা-মৈনাক এবং অনিন্দ্যর ‘কাজল নদীর জলে’। ইচ্ছেপুতুলের পর এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন মৈনাক। অন্যদিকে গাঁটছড়া খ্যাত অনিন্দ্য এবার জি বাংলার পর্দায়। মন দিতে চাই শেষ হতে না হতেই জি বাংলাতে আবারও অরুণিমার দেখা মিলল।
সিরিয়ালের প্রথম প্রোমোয় কোনও চমক চোখে পড়ল না। চেনা পরিচিত ছকে বাঁধা কাজল নদীর জলের ঝলক। প্রোমোর শুরুতেই দেখা গেল কলেজের অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করছেন অরুণিমা। গানে সঙ্গত করছেন মৈনাক। অরুণিমার চোখের ভাষাতেই স্পষ্ট মৈনাককে ভালোবাসে সে। যদিও সেই ভালোবাসা একতরফা নাকি দুজনে প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন তা স্পষ্ট নয়।
ভালোবাসা ভুলে নতুন শুরু করল কঙ্কা (অরুণিমা)। আর বিয়ের দিনই আবার সেই গানের গলা ভেসে আসে তাঁর কানে। তখন যদিও বরের প্রিয় সোনাদার সঙ্গে আলাপ হয়নি তাঁর। শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিনই সোনাদার সঙ্গে বর আলাপ করাল কঙ্কার। যাদবপুর ইউনিভার্সিটির ২০১৯-এর ব্যাচের সমুজ্জ্বল বসুকে সে আগে থেকেই চেনে বুঝিয়ে দেয় কঙ্কা। তাতে রীতিমতো শকড শ্বশুরবাড়ির লোকজনেরা। ভাসুরের দিকে নতুন বউয়ের অদ্ভূত চাউনিতে অস্বস্তিতে পড়েন অনেকেই।
প্রোমোর কমেন্ট বক্সে নেটিজেনদের নানান মন্তব্য ধেয়ে এসেছে। অধিকাংশই এই সিরিয়ালের প্রোমো দেখে ‘ফাগুন বউ’-এর কপি বলে কটাক্ষ করেছেন। ঐন্দ্রিলা-বিক্রম-কৌশিক অভিনীত সেই মেগাতেও ভাসুরই ছিল ফাগুন বউ ঐন্দ্রিলার প্রাক্তন প্রেমিক। দুপুর দুটো-র স্লটে কতটা সাড়া ফেলতে পারবে এই মেগা, সেটাই এখন দেখবার। ১২ই অগস্ট থেকে সম্প্রচারিত হবে জি বাংলার এই নতুন মেগা।