OTT-র পর্দায় আসছে নতুন ছবি, নাম ‘দো পাত্তি’। আর এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন। আর পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন কাজল। কয়েকদিন আগেই সামনে এসেছে ছবির ট্রেলার। আর এই ছবি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয় ‘দো পাত্তি’ দেখে তাঁর দুই ছেলেমেয়ে নাইসা ও যুগ-এর ঠিক কী প্রতিক্রিয়া ছিল?
উত্তরে কাজল অকপটে জানান, ‘নাইসা আর যুগ আসলে ট্রেলারটা না দেখার জন্য অজুহাত দিচ্ছিল। তবে শেষপর্যন্ত ওরা ট্রেলার দেখেছে, ওদের এটা খুব ভালোও লেগেছে। নাইসা ও যুগ দুজনেই আমি বলেছি ওরা যেন সিনেমাটাও দেখে। তবে আমার কথায় যুগ শুধু মাথা নাড়ল। আর নাইসা সিনেমা না দেখার জন্য অজুহাত তৈরি করছিল। নাইসা আমায় বলল, ও এখন সুইৎজারল্যান্ডে আছে, সেখানে বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সামনেই ওর পরীক্ষা। তাই আমি আর কীইবা করতে পারি, বললাম, যখন সময় পাবে দেখো।’
আরও পড়ুন-কুমার শানুর ছোটবেলার বন্ধু আর নেই, গ্রহণ করেন ইসলাম, পচাগলা দেহ উদ্ধার মণি কিশোরের
কিন্তু কেন মায়ের ছবি দেখতে চাইছে না নাইসা ও যুগ?
এর উত্তরে কাজল বলেন, ‘ছবিতে যখন আমার চরিত্রটি কাঁদে, তখন ওদের মনে হয় মা সত্যিই কাঁদছে। তাতে আমার চরিত্রটি যাই হোক না কেন, ওদের মনে হয়, আমি বাস্তবেই কাঁদছি। ওরা চরিত্র আর আমি, দুটোকে আলাদা করতে পারে না। ওরা আমার অভিনয় দেখলে ভীষণভাবে প্রভাবিত হয়। আর আমার মেয়েটা তো এখন বিদেশে পড়াশোনা করছে, তাই ওকে আর জোর করে আমার ছবি দেখাতে পারি না। তবে আমি আমার ছেলেকে ব্ল্যাকমেইল করি, বিভিন্নভাবে ওদের আমার ছবি দেখানোর চেষ্টা করি। তবে ওরা ওদের মতামতের বিষয়ে পরিষ্কার, যে ওরা কোনওভাবেই আমার ছবি দেখতে চায় না।’
কাজল যখন কথাগুলি বলে চলেছিলেন, ঠিক তখনই পাশ থেকে ফুট কেটে বসেন কৃতি। বলেন, ‘তুমি কিন্তু দো পাত্তি-তে এক্কেবারেই কাঁদছো না।’ আর তখন কাজল বলেন, ‘হ্যাঁ, আমি এবার ছেলেমেয়েকে বলব, আমি এবার কাঁদছি না। আমি আসলে এখানে লোকজনকে চড় মারছি।’