বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol on Kuch Kuch Hota Hai: কুছ কুছ হোতা হ্যায়-র অঞ্জলির শাহরুখকে পছন্দ হলেও, কাজল চেয়েছিলেন সলমনকে! সত্যি!

Kajol on Kuch Kuch Hota Hai: কুছ কুছ হোতা হ্যায়-র অঞ্জলির শাহরুখকে পছন্দ হলেও, কাজল চেয়েছিলেন সলমনকে! সত্যি!

কুছ কুছ হোতা হ্যায় নিয়ে কী বললেন কাজল

Kajol on Kuch Kuch Hota Hai: কাজল যদি সুযোগ পেতেন তিনি নিজের পছন্দ অনুযায়ী কুছ কুছ হোতা হ্যায়তে কাউকে বাছতে, তাহলে তিনি শাহরুখ নন, বরং সলমনকে বাছতে তাঁর সঙ্গী হিসেবে! সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী।

৯০ দশকের অন্যতম সুপারহিট এবং জনপ্রিয় ছবি হল কুছ কুছ হোতা হ্যায়। বন্ধুত্ব থেকে প্রেম সবটাই যেন এই ছবিটা নতুন করে আমাদের শিখিয়েছিল। আজ সেই ছবি মুক্তির প্রায় ২৪ বছর পর অঞ্জলি, ওরফে কাজল জানালেন তাঁর উপর যদি পছন্দ ছাড়া হতো তাহলে এই ছবিতে কী কী করতেন, আর কী কী করতেন না। অভিনেত্রী মতে তিনি এই ছবিতে কখনই শাড়ি পরতেন না। সব থেকে বড় কথা, তিনি আমনকে বেছে নিতেন। রাহুলকে নয়। অর্থাৎ সলমন খানের চরিত্রকে বেছে নিতেন, শাহরুখকে নয়।

করণ জোহর পরিচালিত এই ছবিটিতে সলমনকে যেমন অথিতি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল তেমনই রানি মুখোপাধ্যায়কে টিনার চরিত্রে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল। এখানে দেখা যায় রাহুল ওরফে শাহরুখের সঙ্গে প্রথমে টিনা ওরফে রানির বিয়ে হয়। কিন্তু সন্তান প্রসব করার পর তিনি মারা যান। এর বেশ কয়েক বছর পর কী করে রাহুল-টিনার মেয়ে অঞ্জলি তাঁর বাবাকে তাঁর স্কুলবেলার প্রেম তথা বেস্ট ফ্রেন্ড অঞ্জলি ওরফে কাজলের সঙ্গে মিলিয়ে দেয় সেই ছবিই ধরা পড়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তাঁকে যদি তাঁর পছন্দ অনুযায়ী এই ছবি করতে দেওয়া হতো তাহলে তিনি কী করতেন। হিউম্যানস অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে কাজল বলেলন, 'আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলব আমার ভার্সনের অঞ্জলি কোনওদিন শাড়ি পরত না। সে ওই কলেজের মতো ট্র্যাক প্যান্ট আর দারুণ দেখতে দামী সব স্নিকার পরত। ওতেই ওকে ভালো লাগত।' আর শাহরুখ না সলমন কাকে বাছতেন তিনি এই ছবিতে? উত্তরে অভিনেত্রী বলেন, 'এটা যদি বলেন তাহলে হয়তো আমি সলমনের চরিত্রের সঙ্গেই যেতাম। কিন্তু ছবিতে দেখলে বোঝা যাবে শেষটায় আর অন্য কোনও অপশন ছিল না, ওটা শাহরুখের চরিত্রকে হতেই হতো!'

২০১৯ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে করণ জোহর নিজে এই ছবির ব্যাপারে বলেছিলেন, 'এই ছবিটা নৈতিক ভাবে ঠিক নয়।' তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শাবানা আজমি নাকি এটার জন্য তাঁকে ফোন করে ভীষণই বকাঝকা করেছিলেন। এই বিষয়ে পরিচালক বলেছিলেন, 'উনি আমায় বলেছিলেন এটা তুমি কী দেখালে? একটা মেয়ের চুল ছোট বলে সেটা সুন্দরী নয়, যেই চুল বড় হয়ে গেল ওমনি সে আকর্ষণীয় হয়ে গেল? উত্তরে আমি তাঁকে কেবল সরি বলেছিলেন। উনি তখন আমায় বলেছিলেন ব্যাস এটুকুই? আমি তখন বলি হ্যাঁ, কারণ আপনি যা বলছেন সেটা ঠিক।'

বন্ধ করুন