করোনার প্রকোপে বড় করে উৎসব করার উপর আপাতত নিষেধাজ্ঞা। কিন্তু ঘরোয়া ভাবে তো সেলিব্রেশনে বাধা নেই। পরিবারের সঙ্গে লোহরি উৎসবে মেতে উঠলেন বলিউড অভিনেত্রী কাজল। শেয়ার করলেন ঝলক। বাড়িতেই পরিবারের সঙ্গে লোহরি উদযাপন করলেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার বিকেলে শেয়ার করা ছবিতে ছেলে যুগ, ননদ নীলম দেবগণ গান্ধী এবং নীলম পুত্র দানিশের সঙ্গে দেখা মিলেছে কাজলের। ক্যাপশনে লেখা, ‘মায়েদের সঙ্গে সন্তানেরা, সুখী’। পাশাপাশি সকলকে লোহরির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
_1642135880773.webp)
ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন আরও একটি ছবি পোস্ট করেন কাজল। অভিনেতা অজয় দেবগণের মা তথা শাশুরি ভীনা দেবগণ এবং ননদ নীলমের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাঁকে। ছবিক ক্যাপশনে লোহরির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেতা অজয় দেবগণ এবং মেয়ে নাইসার সঙ্গে এদিন কোনও ছবি শেয়ার করেননি কাজল।
পরিবারের সঙ্গে যে কোনও উৎসবে সামিল হন কাজল। সোশ্যাল মিডিয়া দারুণ সক্রিয় তিনি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, যে কোনও উৎসবে উদযাপন করে নিয়মিত ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন তিনি। অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ নেটিজেন।