বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol: 'ছোট ছোট স্মৃতির মালা', ইয়ে দিল লাগির ২৯ বছর, কাজল ডুব দিলেন স্মৃতির অতলে

Kajol: 'ছোট ছোট স্মৃতির মালা', ইয়ে দিল লাগির ২৯ বছর, কাজল ডুব দিলেন স্মৃতির অতলে

ইয়ে দিল লাগির ২৯ বছর

Kajol: কাজল, সইফ, এবং অক্ষয় কুমার অভিনীত ছবি ইয়ে দিল লাগির ২৯ বছর পার। এত বছর পরেও এই ছবির সঙ্গে জড়িত নানা কথা মনে করলেন কাজল। লিখলেন আদুরে পোস্ট।

সকাল সকাল নস্টালজিয়ায় ডুব দিলেন কাজল। মনে করলেন ফেলে আসা দিনগুলো। ইয়ে দিল লাগি ছবির ২৯ বছর পূর্ণ হল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল কাজল, সইফ আলি খান এবং অক্ষয় কুমারকে। এদিন এই ছবিরই স্মৃতিচারণা করতে দেখা গেল অভিনেত্রীকে।

কাজল তাঁর এবং এই ছবিতে অভিনয় করা দুই সহকর্মীর ছবি পোস্ট করেন এদিন। সেখানে তাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে হাসিমুখে। তাঁর গলা জড়িয়ে আছেন সইফ। তিনি কোট প্যান্ট পরে আছেন। সবার পিছনে ওঁদের জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অক্ষয় কুমার।

এই ছবি পোস্ট করে কাজল লেখেন, 'এই ছবির সেটে দারুণ মজা হয়েছিল। কত ছোট ছোট স্মৃতি আছে। অক্ষয় এই ছবির সেটে নিজের রান্নার ক্যারিশমা দেখাতে গিয়ে শেষ পর্যন্ত ডাল রান্না করে খাইয়েছিল। এই ছবির শ্যুটিংয়ের সময়ই আমাদের ১.৫ কিলোমিটার হেঁটে পাহাড়ের মাথায় হোটেলে পৌঁছতে হয়। আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তখন ওই রাতের অন্ধকারে, বরফের মধ্যে দিয়ে আমাদের উপরে উঠতে হয়েছিল। সঙ্গে কোনও মোবাইল ছিল না।'

তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'সইফ আর আমি তো হোঁটো পে বাস গানটি শুট করতে গিয়ে হেসে কুটোপুটি খেতাম। সরোজজি আমাদের শুট করতে চাইতেন ছবির বদলে। আমরা এতটাই মজা করতাম। এই ছবিতে রিমাজি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আমরা একসঙ্গে বসে সেটে কার্ড খেলতাম। এই ছবির কথা অতি বেশি মনে পড়ে না। কিন্তু এই ছবির সঙ্গে যে অনুভূতি জড়িয়ে সেটা অবশ্যই মনে আসে।'

তিনি এই ছবিতে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন ইয়ে দিল লাগির ২৯ বছর। তিনি এই পোস্টে অক্ষয়, মণীশ মালহোত্রা এবং যশ রাজ ফিল্মসকে ট্যাগ করেছেন।

অর্চনা পূরণ সিং তবে এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'অনুভূতিগুলো কী সুন্দর করে সাজিয়ে লিখলেন।' অভিনেত্রীর এক ভক্ত লেখেন, 'এই ছবিটা সবসময় আমার পছন্দের তালিকায় থাকবে। ভীষণ আন্ডাররেটেড এই ছবি।'

প্রসঙ্গত কলজলকে শেষবার সালাম ভেঙ্কি ছবিতে দেখা গিয়েছিল।

বন্ধ করুন