গত ১৩ মার্চ ৮৩ বছর বয়সেই আচমকাই মারা যান পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অভিনেতা দেবের মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা বলিউড। কাকার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন কাজল এবং রানি মুখোপাধ্যায়ও।
কাকার মৃত্যুর ঠিক একদিন পর অর্থাৎ শনিবার ১৪ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কাজল। কাকার মৃত্যুতে আবেগঘন হয়ে কাজল লেখেন, ‘কাউকে ভীষণ ভালোবাসলে পুরস্কার হিসাবে আমরা শোক পাই। এই শোক কখনও মন থেকে মুছে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে আমরা শোকের সঙ্গে নিজেকে মানিয়ে নিই। ব্যাস এইটুকুই।’
আরও পড়ুন: ছুটি নেই, সেটে বসেই নিজেকে রাঙালেন সলমন, কাদের সঙ্গে হোলি খেললেন ভাইজান?
আরও পড়ুন: ইরফানের বিবাহবার্ষিকীতে আমিরের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছিলেন গৌরীও? ভাইরাল ভিডিয়ো
স্মৃতির পাতায় ডুব দিয়ে কাজল লেখেন, ‘প্রত্যেক দুর্গাপুজোয় আমরা একসঙ্গে সময় কাটাতাম। ওঁকে ছাড়া পুজো কল্পনাই করতে পারছি না। আমার দেখা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। আজীবন তোমাকে ভালবেসে যাব। প্রতিদিন তোমাকে মনে পড়বে।’
গতকাল ১৪ই মার্চ বিকেল চারটে নাগাদ জুহুর পবন হংস শ্মশানে দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে উপস্থিত ছিলেন অয়নের ঘনিষ্ঠ বন্ধুর রণবীর কাপুর। আলিয়ার জন্মদিন উপলক্ষে আলিবাগ গিয়েছিলেন রণবীর এবং আলিয়া। প্রিয় বন্ধুর বাবার মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন তাঁরা।
আরও পড়ুন: কাকা দেব মুখোপাধ্যায়ের মৃত্যু, শোকাহত কাজলকে দীর্ঘ আলিঙ্গন, সান্ত্বনা দিলেন জয়া
আরও পড়ুন: ২ বিয়ে ভাঙার পর ফের প্রেম করছেন ভাই, এই সম্পর্ক কি মেনে নিয়েছে পরিবার? মুখ খুললেন আমিরের বোন নিখাত
অয়নের কঠিন সময়ে সব সময় তাঁর পাশে থাকতে দেখা যায় রণবীরকে। শুধু তাই নয়, শবদেহ কাঁধে নিয়ে শ্মশানেও যান তিনি। এইদিন অয়নের বাড়িতে উপস্থিত ছিলেন আলিয়া ভাট,অনিল কাপুর, হৃতিক রোশন, শান, কিরণ রাও, জয়া বচ্চন সহ একাধিক সেলিব্রিটি।
প্রসঙ্গত, ১৯৩০ সাল থেকে বলিউডে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন দেব। তিনি শুধুমাত্র অয়ন মুখোপাধ্যায়ের বাবা তা নয়, তিনি আশুতোষ গোয়ারিকরের শ্বশুর মশাইও। অভিনয় করার পাশাপাশি একাধিক সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেন তিনি। দ্বিতীয় বিয়ে থেকে যে সন্তান হয়, তিনি হলেন অয়ন মুখোপাধ্যায়।