বলিউডে যে তারকা সন্তানরা হামেশাই লাইম লাইটেথাকেন তাঁদের অন্যতম হলেন অজয় দেবগন কন্যা নাইসা দেবগন। ইন্ডাস্ট্রিতে এখনও অভিনেত্রী হিসেবে পরিচয় তৈরি করতে না পারলেও জনপ্রিয়তা কিন্তু নেহাত কম নয় অজয় কন্যার। ছোটবেলায় বাবার মতো দেখতে হলেও নাইসা যত বড় হচ্ছেন ততই মায়ের মতো দেখতে হয়ে যাচ্ছেন তিনি। আর এই কথাটি যে কথাটা সত্যি, তা প্রমাণ হয়ে গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি থেকে।
সইফ আলি খানের ছেলে হোক অথবা শাহরুখ খানের ছেলে, এক নজর দেখলে মনে হবে যেন বাবার জেরক্স কপি এরা। শুধু ছেলেরা কেন, রাশাকে দেখলে যেন মনে হবে রবিনা ট্যান্ডনকেই দেখছেন আপনি। তেমনই নাইসা এবং কাজলকে হঠাৎ করে দেখলে মনে হবে যেন দুই বোন।
আরও পড়ুন: ভাইজানের কারণে বিগ বসের মঞ্চ ছেড়েছিলেন অক্ষয়, গুজব উড়িয়ে কী বললেন তিনি?
আরও পড়ুন: বরের সঙ্গে থাকেন না লগ্নজিতা! কী করে টিকে রয়েছে দাম্পত্য? চিনুন গায়িকার স্বামী সাত্যকিকে
সম্প্রতি কাজল নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন কাজল এবং তার মেয়ে। একটি বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁয় দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। ছবিটি দেখে কাজলকে নাইসার দিদি ভেবে ভুল করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা।
কাজলের শেয়ার করা ছবিটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, একেবারে জমজ দুই বোনের মতো দেখতে লাগছে। অন্য একজন লিখেছেন, আপনাদের কিন্তু সত্যিই মনে হচ্ছে দুই বোন। তৃতীয় একজন লিখেছেন, কাজলকে এই মেয়ের থেকে ছোট দেখাচ্ছে। চতুর্থ জয় লিখেছেন, কে মা আর কে মেয়ে বোঝাই যাচ্ছে না।
প্রসঙ্গত, ২০০৩ সালের এপ্রিল মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কাজল। তখন নায়িকার বয়স ছিল ২৮ বছর। মা-মেয়ের বয়সের ফারাক বিস্তর। তবে ৫০ ছুঁয়েও নিজের চেহারা ঝরঝরে রেখেছেন কাজল।
প্রসঙ্গত, ২০২৪ সাল অর্থাৎ গত বছর কৃতি স্যাননের সঙ্গে ‘দো পাত্তি’ সিনেমায় শেষবার অভিনয় করতে দেখা যাচ্ছে কাজলকে। এই সিনেমা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে কাজলকে। আগামী সময় ইব্রাহিম আলি খানের সঙ্গে ‘সারজামিন’ সিনেমায় বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে কাজলকে।