সামাজিক নিয়ম-কানুন থেকে সাহসী করার জন্য মা তনুজাকে ধন্যবাদ জানিয়ে মাতৃদিবসে একটি পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। মেয়েদের বড় করে তোলার জন্য যে 'লড়াই' করেছেন তনুজা সেই নিয়েও আবেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। মা তনুজার সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন বলিউড নায়িকা।
পোস্টের ক্যাপশনে কাজল লেখেন, ‘মায়েরা চিরকালের জন্য মা। এটি একটি কখনও শেষ না হওয়া কাজ এবং আপনি যে ধন্যবাদ পান তা হল, আপনার সন্তানদের চিরতরে আপনাকে প্রয়োজন হবে! গুরুত্বপূর্ণ জীবন-পরিবর্তনকারী হিসেবে নয়, শুধু যেভাবে তুমি নিজের মতো করে আমাদের ভালোবেসেছ’। আরও পড়ুন: ‘সেরা সম্মান..’, মাতৃদিবসে মা, শাশুড়ি, মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘কারণ এটি এমন একটা জিনিস, যা আপনি কোথাও বা অন্য কারও মধ্যে খুঁজে পাবেন না। সমাজ এবং এর সমস্ত নিয়মকে সাহসী করার জন্য আমাকে যথেষ্ট ভালোবাসার জন্য এবং তুমি যেভাবে করেছ সেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি অসম্ভবকে সম্ভব করতে শিখিয়েছ'। পোস্টের শেষে ‘হ্যাপি মাদার্স ডে’ হ্য়াশট্যাগ ব্যবহার করেছেন কাজল।
মা তনুজাকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্য়ায়। ভিডিয়ো কোলাজে প্রবীণ অভিনেত্রীকে বাগানের গাছের ফুলের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ক্য়াপশনে লেখেন, ‘শুভ মাতৃদিবস মা। আশ্চর্যজনক আলো! তনুজা’।
আগামীতে অভিনেত্রী কাজলকে ‘দ্য গুড ওয়াইফ’ সিরিজে দেখা যাবে। এটি কাজলের ডেবিউ ওয়েব সিরিজ। পরিচালকের আসনে সুপর্ণ ভার্মা। সিরিজের নাম-ভূমিকায় অভিনয় করছেন কাজল।
আমেরিকান কোর্টরুম সিরিজগল্প অবলম্বনে তৈরি হবে ‘দ্য গুড ওয়াইফ’। আমেরিকান সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানা মার্গুলিস। এখানে সেই চরিত্রে দেখা মিলবে কাজলের। মোট সাতটি সিজন রয়েছে আমেরিকান সিরিজটির। ২০০৯ থেকে শুরু করে ২০১৬ পর্যন্ত চলেছিল সিরিজটি।
আসন্ন এই সিরিজে এক গৃহবধূর চরিত্রে দেখা যাবে কাজলকে। স্বামী জেলে যাওয়ার পর আবার আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে এই সিরিজ।