কাজল, প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহের মতো তারকাদের সঙ্গে বলিউড ডেবিউ করতে চলেছেন পরিচালক তাজ উপ্পালাপতি। স্বাভাবিকভাবেই বর্তমানে তাঁর আনন্দের সীমা পরিসীমা নিউ। একাধিক তামিল ছবি প্রযোজনা করার পর এবার তিনি প্রস্তুত তাঁর বলিউড ডেবিউর জন্য।
কী থাকবে তাজের এই ছবিতে
তাজ জানিয়েছেন ইতিমধ্যেই তাঁরা হায়দরাবাদ এবং মুম্বইতে এই ছবির শুটিংয়ের কাজ সেরে ফেলেছেন। আগামী সপ্তাহে মুক্তি পেতে পারে ছবির টিজার। জানা গিয়েছে তাঁর এই ছবিতে উঠে আসবে সন্তান এবং বাবা মায়ের সম্পর্কের কথা। সন্তানরা যখন বড় হয়ে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় তখন তাঁদের বাবা মায়েদের কী চলে মনে, কে তাদের যত্ন নেয় সেসব এই ছবিতে উঠে আসবে
আরও পড়ুন: 'ওঠা পড়া সবটাই দেখেছি তাই...', অনিশ্চয়তায় ভরা পেশা, কেরিয়ার নিয়ে কী জানালেন মাফিন?
আরও পড়ুন: 'আমি ওঁকে খারাপ ভাবে ছুঁতাম নাকি?' সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে অস্বস্তিতে পড়েছিলেন জ্যাসন! কেন?
তাজ তাঁর এই ছবির প্রসঙ্গে জানিয়েছেন, 'আমি আমেরিকায় সিনেমা নিয়ে পড়াশোনা করেছি। এই ছবিটা তামিল ভাষায় বানালে হয়তো আমার জন্য সেটা সহজ হতো। কিন্তু আমি চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম।'
অভিনেতাদের প্রসঙ্গে কী জানালেন?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তাজ জানিয়েছেন কাজল দারুণ ভাবে অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন। তাঁর কথায়, 'কাজল ম্যাম এই প্রথম অ্যাকশন করল। কিন্তু উনি খুবই উৎসাহী ছিলেন। দারুণ ভাবে স্টান্টগুলো করেছেন। প্রভু স্যার নিজেও একজন পরিচালক তাই উনি আমায় প্রয়োজনে সাহায্য করেছেন। এই ছবিতে সংযুক্তাকে একেবারে অন্য লুকে দেখা যাবে।' তিনি জানিয়েছেন এই ছবিতে কাজল এবং সংযুক্তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রসঙ্গত এই ছবির হাত ধরে ২৭ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন কাজল এবং প্রভু দেবা। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন যিশু সেনগুটো, আদিত্য শীল।