তাঁর অভিনয়ের জগতে আসাটা নেহাতই ছিল ছেলেখেলা। অভিনেত্রী হতে চাননি, তবে প্রথম ছবিতে কাজ করতে গিয়েই ক্যামেরাকে ভালোবেসে ফেলেন কাজল। বাকিটা ইতিহাস। নব্বইয়ের দশকে মায়ানগরীতে রাজত্ব করেছেন তনুজা কন্যা। তাঁর গায়ের শ্যামলা রং কোনওদিন অন্তরায় হয়নি কেরিয়ারের।
সংসার, সন্তানদের চাপে ছবির সংখ্যা কমান কাজল। তবে তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু কমেনি। দীর্ঘ সময় পর বড়পর্দায় ফিরছেন কাজল, তাও আবার প্রভু দেবার সঙ্গে জুটি বেঁধে। ২৭ বছর পর একসঙ্গে কাজল-প্রভু দেব। চরণ তেজ উপ্পলাপতি বলিউড ডেবিউ হতে চলেছে এই হাই বাজেট অ্যাকশন থ্রিলার।
কাজল-প্রভু দেবার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, সংযুক্তা মেনন, যিশু সেনগুপ্ত এবং আদিত্য শীল। বলা বাহুল্য অভিনয় কেরিয়ারে প্রথমবার নাসিরুদ্দিনের সঙ্গে কাজ করবেন কাজল। ছবির প্রথম শিডিউলের কাজ শেষ হয়েছে। এবার শিগগিরই ছবির টিজার প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।
এই বহুল চর্চিত প্রোজেক্টের ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন জওয়ানের চিত্রগ্রাহক জি কে বিষ্ণু এবং এডিট টেবিলের দায়ভার রয়েছে পুষ্পা ২-এর সম্পাদত নবীন নুলির হাতে। নিরঞ্জন আয়েঙ্গার এবং জেসিকা খুরানা চিত্রনাট্য লিখেছেন।
ছবির মিউজিক্যাল ট্র্যাকগুলি রচনা করবেন হর্ষবর্ধন রামেশ্বর, যিনি এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল-এ কাজ করেছেন। এই ছবির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতারা।
২৭ বছর আগে...
কাজল এবং প্রভুদেবা ১৯৯৭ সালে রাজীব মেননের তামিল ভাষার চলচ্চিত্র মিনসারা কানাভুতে একসাথে কাজ করেছিলেন। অরবিন্দ স্বামী, কাজল, প্রভু দেবা অভিনীত এই ছবিটি দারুণ হিট হয়েছিল। পরে এর হিন্দি ডাব করা সংস্করণ ‘স্বপ্নে’ নামে মুক্তি পায়। এই ছবির জনপ্রিয় গান ‘চন্দা রে’ আজও ভোলেনি দর্শক। হরিহরণ-সাধনা সরগমের এই গান আজও মন ছুঁয়ে যায়।
স্বপ্নে ছবির কেন্দ্রে রয়েছে প্রিয়া, একজন কনভেন্ট ছাত্রী যে একদিন সন্ন্যাসিনী হওয়ার আকাঙ্ক্ষা রাখত, তবে জীবন বদলে যায় যখন শৈশবের বন্ধু টমাস তার প্রেমে পড়ে এবং তাকে তার প্রেমে ফেলার চেষ্টা করে।
কাজল ও প্রভু দেবার প্রোজেক্ট
কাজলকে শেষবার লাস্ট স্টোরিজ ২-এর একটি পর্বে দেখা গিয়েছিল। আগামিতে কৃতি শ্যাননের সঙ্গে দো পত্তি, ইব্রাহিম আলি খানের সঙ্গে সরজমিন ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়াও তার ঝুলিতে একটি হরর ফিল্ম,মা রয়েছে।
এদিকে, প্রভুদেবা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ছবিতে কাজ করছেন, যেখানে থালাপতি বিজয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।