মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বাইক আরোহীকে ধাক্কা, কলকাতায় গ্রেফতার ‘রানি-কাজলের তুতো ভাই' সম্রাট মুখোপাধ্যায়। মঙ্গলবার এহেন খবরে ছেয়ে যায় জাতীয় মিডিয়ার একটা বড় অংশ। বেশকিছু নামী দামী পোর্টালে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই বিপাকে রানি মুখোপাধ্যায়ের খুড়তুতো ভাই তথা পরিচালক-অভিনেতা সম্রাট মুখোপাধ্য়ায়।
সোমবার মধ্যরাতে বেহালায় সম্রাট মুখোপাধ্য়ায় নিঃসন্দেহে এক বাইক আরোহীকে ধাক্কা মারেন, তবে অভিযুক্ত সম্রাট হলেন টলিউডের অভিনেতা অর্থাৎ SMPI-এর কর্ণধার সম্রাট মুখোপাধ্যায়। দুজনের নাম ও পদবি এবং পেশা এক হওয়ার জেরেই যাবতীয় কনফিউশন! তবে রানি-কাজলের ভাই সম্রাট মুখোপাধ্যায়ের ছবি ততক্ষণে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। গোটা ঘটনায় বিরক্ত পরিচালক-অভিনেতা। টাইমস এন্টারটেনমেন্টকে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি ফোনে উত্তর দিতে দিতে বিরক্ত, আমি ওই সম্রাট নই বিশ্বাস করুন। আমি মুম্বইতে থাকি, ফিল্মলয়া স্টুডিওর মালিক’।
তিনি আরও বলেন, যে অভিনেতা গ্রেফতার হয়েছেন মত্ত হয়ে গাড়ি চালিয়ে তাঁর সঙ্গে মুখার্জি পরিবারের কোনও যোগসূত্র নেই। জানা গিয়েছে সোমবার মধ্যরাতে বেহালা চৌরাস্তা থেকে টলিগঞ্জের দিকে আসছিলেন অভিনেতা। রাত সাড়ে ১২টা নাগাদ রাজা রামমোহন রায় রোডে মদনমোহনতলার কাছে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে সম্রাটের গাড়ি। ছিটকে পড়েন বাইক আরোহী। প্রথমে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে পরিস্থিতি সংকটজনক হওয়ায় এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে।
বেহালারই বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা আহত যুবক, স্থানীয় আইসক্রিম কারখানায় কাজ করে সে। জখম ব্য়ক্তির পা টুকরো টুকরো হয়েছে, ভেঙেছে কোমর। তাঁর পরিস্থিতি সংকটজনক। দুর্ঘটনার পরে সম্রাটের গাড়ি স্থানীয় এক বাড়িতে ধাক্কা মারে, বাড়ির গেটও ভেঙে গিয়েছে। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। গ্রেফতার হন অভিনেতা।
এই মুহূর্তে সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে অভিনয় করছেন সম্রাট। কাহিনির লিড হিরো আপতত পুলিশ হেফাজতে। সোমবার আদালতে পেশ করা হয়েছিল সম্রাটকে। ২৩শে অগস্ট পর্যন্ত অর্থাৎ তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে অভিনেতার। গল্পের নায়ক জেলে,সুতরাং আকাশ কুসুমের টিম পড়েছে মহা ফ্যাঁসাদে। তবে কি সিরিয়াল থেকে বাদ পড়বেন সম্রাট? আসবে নতুন নায়ক? তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জামিনে ছাড়া পেলেও কি ফের সুযোগ পাবেন সম্রাট? সেই উত্তরের দিকে তাকিয়ে সকলে। তবে জানা যাচ্ছে, চ্যানেল কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।