কাঞ্চন মল্লিক বাড়িতে এবার প্রথমবার কালীপুজোর আয়োজন করবেন, আর সেটার সিংহভাগ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বান্ধবী শ্রীময়ী চট্টোরাজ। এখন আর দুজনের সম্পর্কে সেরকম লুকোছাপা নেই, যদিও সম্পর্কের সমীকরণ কতদূর গড়িয়েছে তা কেউই জানাননি। তবে দুর্গাপুজো থেকে একে-অপরের জন্মদিন, একসঙ্গে পালন করেছেন তাঁরা। আর এবার কাঞ্চনের বাড়ির কালীপুজোর কাজও নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্রীময়ী।
কালীপুজোয় প্রচুর কাজ শ্রীময়ীর। নিজের বাড়ি পুজো সামলেই তাঁকে ছুটতে হবে কাঞ্চনের বাড়িতে। বিধায়ক-অভিনেতা বন্ধুর বাড়ির কালীপুজোর অনেকটা দায়িত্বই যে তাঁকে নিতে হবে। বহু বছর আগে কাঞ্চনের পৈতৃক বাড়িতে কালীপুজো হত। যদিও তা বন্ধ হয়ে গিয়েছিল। এবার নিজের বাড়িতে পুজো করবেন অভিনেতা। কালীমায়ের মায়ের সামনে আলপনা দেওয়া, সাজানোর কাজ নিজের হাতেই তুলে নিয়েছেন তিনি। সঙ্গে বললেন, ‘কাঞ্চনদা জানে না, চুপিচুপি আমি কিছু বন্ধুদেরও নিমন্ত্রণ করেছি।’ খিচুড়ি, আলুর দম আর চাটনি ভোগ নিবেদন করা হবে কালীমায়ের সামনে। শ্রীময়ী বরাবরই মা কালী আর কৃষ্ণ-ভক্ত। তাই এই পুজোর রাতটা খুবই বিশেষ তাঁর কাছে।
গত বছর কাঞ্চন আর তাঁর স্ত্রী পিঙ্কির ঝামেলা চরমে উঠেছিল। সেইসময় কাঞ্চন-পত্নী দাবি করেছিলেন, শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক আছে তাঁর স্বামীর। এরপর নানা ঝামেলার পর আইনি পথে হাঁটেন দুজনে। সপ্তাহকয়েক আগেও যেমন অভিনেতা জানিয়েছিলেন ছেলের সঙ্গে তাঁকে দেখা করতে দেয় না পিঙ্কি। এই নিয়ে মামলাও করেছে কাঞ্চন। তবে আপাতত সেসব ভুলে উৎসবে মেতেছেন কাঞ্চন-শ্রীময়ী।