মুক্তি পেয়ে গেল বহু প্রতীক্ষিত ছবি কল্কি ২৮৯৮ এডি। এই সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা প্রথম থেকেই দেখা গিয়েছিল। বিশেষ করে ট্রেলার মুক্তি পাওয়ার পর। আর ছবি মুক্তি পেতেই সেটার আভাস ধরা পড়ল বক্স অফিসে। প্রথম দিনই রেকর্ড ব্রেকিং আয় করল প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি।
আরও পড়ুন: দর কমিয়েও কল্কি ২৮৯৮ এডির জন্য ৮০ কোটি নিয়েছেন প্রভাস! দীপিকা - অমিতাভ কত করে পেলেন ছবির জন্য?
কল্কি ২৮৯৮ এডি ছবিটির বক্স অফিস কালেকশন
কল্কি ২৮৯৮ এডি ছবিটি বৃহস্পতিবার, ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেল একাধিক ভাষায়। এদিন ভারতীয় বক্স অফিসে প্রায় ১০০ কোটি এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি আয় করে ফেলেছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই প্রিয়জনকে হারালেন কৌশাম্বি, কার জন্য লিখলেন, 'আমায় এবার কে বুঝবে...'?
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে।
অন্যদিকে একই সঙ্গে জানা গিয়েছে বিশ্বজুড়ে এই ছবিটি প্রায় ১৮০ কোটি টাকা ঘরে তুলেছে। ফলে প্রথম দিনের নিরিখে কল্কি ২৮৯৮ এডি যে বেশ ভালোই ব্যবসা করেছে এবং সাড়া পেয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এমনকি দর্শকদের থেকেও মোটের উপর ভালোই প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের এই ছবিটি।
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। জানা গিয়েছে ইতিমধ্যেই (বৃহস্পতিবার পর্যন্ত) এই ছবির ১৯ লাখ টিকিট দেশজুড়ে বিক্রি হয়েছে। তেলুগু ভাষাতেই কেবল ১৫ লাখ টিকিট বিক্রি গিয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ছবিটি ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে বলেই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।