দুর্দমনীয় গতিতে ছুটে চলেছে কল্কি ২৮৯৮ এডির ঘোড়া। দর্শকদের যে এই সায়েন্স ফিকশন ছবিটি মনে ধরেছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসে। তিন দিনে ভারতীয় বক্স অফিসেই প্রভাস এবং দীপিকা পাড়ুকোন ছবিটি ২০০ কোটির গণ্ডি টপকে গেল।
আরও পড়ুন: মিথ্যে বলে চৈতালির সঙ্গে রূপঙ্করের বিয়ে দেন গায়কের শ্যালকরা! ২৫ বছর পর কোন সত্য প্রকাশ্যে এল?
কল্কি ২৮৯৮ এডি ছবির বক্স অফিস কালেকশন
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি। তারপর থেকেই তেজি ঘোড়ার মতো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি। মাত্র তিন দিনের মধ্যেই নাগ অশ্বিন পরিচালিত এই ছবিটি ২০০ কোটির গণ্ডি টপকে গেল ভারতে। শনিবার বেশ খানিকটা আয়ও বেড়েছে শনিবারের তুলনায়।
এদিন সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এই ছবিটি মোট ৫৭ কোটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। তৃতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ৬৭ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করে। এর মধ্যে ৩২ কোটি ২৫ লাখ আয় হয়েছে তেলুগু ভার্সন থেকে, হিন্দি ভার্সন থেকে এসেছে ২৭ কোটি টাকা। ফলে তিন দিন পর কল্কি ২৮৯৮ এডি ছবিটির ভারতীয় বক্স অফিসে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২২০ কোটি টাকায়।
একই সঙ্গে জানা গিয়েছে তিন দিনে ভারতের বাইরে এই ছবিটি বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করেছে। ফলে ২০২৪ সালের এটিই প্রথম ব্লকবাস্টার হিট হওয়ার পথে হাঁটছে যে সেটাই নির্দ্বিধায় বলা যায়।
আরও পড়ুন: 'কার পাকা ধানে মই দিলাম?' সাইবার ক্রাইমের শিকার শ্রীলেখা! কী ঘটেছে?
কল্কি ২৮৯৮ এডি ছবিটি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার।