সোমবার আসতেই বেশ খানিকটা কমল কল্কি ২৮৯৮ এডি ছবির আয়। তবুও মোটের উপর বক্স অফিসে কতৃত্ব বজায় রাখল প্রভাস দীপিকার ছবি। ভারতীয় বক্স অফিসে তো পাঁচ দিনেই প্রায় সাড়ে তিনশো কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবির আয়।
কল্কি ২৮৯৮ এডি ছবির আয়
গত ২৭ জুন মুক্তি পেয়েছে নাগ অশ্বিন পরিচালিত ছবি কল্কি ২৮৯৮ এডি। এই সায়েন্স ফিকশন ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। তাই তো সচনিল্কের রিপোর্ট অনুযায়ী এই মাত্র ৫ দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৩৫০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে।
কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এই ছবিটি মোট ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। শনিবার বক্স অফিসে ছবিটি ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ৩০ কোটি ৬৫ লাখ টাকা এসেছে তেলুগু ভার্সন থেকে আর হিন্দির আয় ২৬ কোটি। রবিবার অর্থাৎ ৩০ জুন এই ছবিটি ৮৮ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। এর মধ্যে তেলুগু ভার্সন থেকে এসেছে ৩৮ কোটি আর হিন্দি ভার্সন থেকে ৪০ কোটি টাকা। সোমবার আয়ের পরিমাণ প্রায় ৬০ শতাংশ কমে যায়। এদিন মাত্র ৩৪ কোটি ৬০ লাখ টাকা আয় করেছে কল্কি ২৮৯৮ এডি। এর মধ্যে ১৪ কোটি ৫০ লাখ এসেছে তেলুগু ভার্সন থেকে আর ১৬ কোটি ৫০ লাখ এসেছে হিন্দি ভার্সন থেকে। ফলে বর্তমানে প্রভাস এবং দীপিকার এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ৬০ লাখ টাকায়।
আরও পড়ুন: সত্যি সত্যিই প্রভাসের সঙ্গে প্রেম করছেন দিশা! অভিনেত্রীর হাতের PD ট্যাটু ফের উসকাল সম্পর্কের গুঞ্জন
আরও পড়ুন: চোখে আলো পড়লে সমস্যা! তবুও সব বাঁধা সরিয়ে সারেগামাপায় জায়গা পাকা করলেন দিবাকর
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে।