দুর্দমনীয় গতিতে ছুটে চলেছে কল্কি ২৮৯৮ এডি ছবির ঘোড়া। যদিও বক্স অফিসে খানিকটা পড়েছে এই ছবির আয়। তবুও নবম দিনেও মোটের উপর ভালোই আয় করল এই সায়েন্স ফিকশনের ছবি। ইতিমধ্যেই এই ছবি সাড়ে চারশো কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে প্রায়।
আরও পড়ুন: ভারত ছেড়ে পাকাপাকি ভাবে লন্ডনে গিয়ে থাকতে চলেছেন বিরুষ্কা! কোন ৪ কারণে এমন ভাবছে নেটপাড়া?
কল্কি ২৮৯৮ এডি ছবির বক্স অফিস আয়
কল্কি ছবিটি ২৭ জুন মুক্তি পেয়েছে। প্রথম থেকেই বক্স অফিসে দারুণ প্রভাব দেখা গিয়েছে এই ছবির। কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এই ছবিটি মোট ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। শনিবার বক্স অফিসে ছবিটি ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ৩০ কোটি ৬৫ লাখ টাকা এসেছে তেলুগু ভার্সন থেকে আর হিন্দির আয় ২৬ কোটি। রবিবার অর্থাৎ ৩০ জুন এই ছবিটি ৮৮ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। এর মধ্যে তেলুগু ভার্সন থেকে এসেছে ৩৮ কোটি আর হিন্দি ভার্সন থেকে ৪০ কোটি টাকা।
পঞ্চম দিনে বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ৩৪ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। ষষ্ঠ দিনে এই ছবিটি ২৭ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। সপ্তম দিনে ২২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি। অষ্টম দিনে বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ২২ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। ফলে প্রথম সপ্তাহে এই ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। এরপর নবম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার, ৫ জুলাই কল্কি ২৮৯৮ এডি ছবিটি বক্স অফিসে ১৬ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে ভারতীয় বক্স অফিসে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৩১ কোটি ৫৫ লাখ টাকায়।
আরও পড়ুন: বাংলাদেশের পর ভারতেও উঠুক তুমুল 'তুফান' ঝড়, সকাল সকাল কালীঘাটে পুজো 'ঈশ্বরপ্রাণ' মিমির
কল্কি ২৮৯৮ এডি ছবি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকর সলমন, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।