২০২৪ সালের প্রথম ছবি যা দুর্দমনীয় ভাবে ৫০০ কোটির লক্ষ্যে এগিয়ে চলেছে। শনিবার আসতেই ফের আয় বাড়ল নাগ অশ্বিনের এই সায়েন্স ফিকশন ছবিটির। ১০ দিনে ঘরে কত তুলল প্রভাস এবং দীপিকার ছবি?
আরও পড়ুন:
কল্কি ২৮৯৮ এডি ছবি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটি ৫০০ কোটির গণ্ডি টপকাতে চলেছে শীঘ্রই। যেভাবে উইকেন্ড আসতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয় তাতে অনুমান করা হচ্ছে এই উইকেন্ডেই ৫০০ কোটির লক্ষ্য পূরণ করে ফেলতে পারবে প্রভাস দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি। সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে শনিবার এই ছবির আয় প্রায় ১০৬ শতাংশ বেড়েছে।
কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এই ছবিটি মোট ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। শনিবার বক্স অফিসে ছবিটি ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ৩০ কোটি ৬৫ লাখ টাকা এসেছে তেলুগু ভার্সন থেকে আর হিন্দির আয় ২৬ কোটি। রবিবার অর্থাৎ ৩০ জুন এই ছবিটি ৮৮ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। এর মধ্যে তেলুগু ভার্সন থেকে এসেছে ৩৮ কোটি আর হিন্দি ভার্সন থেকে ৪০ কোটি টাকা।
পঞ্চম দিনে বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ৩৪ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। ষষ্ঠ দিনে এই ছবিটি ২৭ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। সপ্তম দিনে ২২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি। অষ্টম দিনে বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ২২ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। ফলে প্রথম সপ্তাহে এই ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। এরপর নবম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার, ৫ জুলাই কল্কি ২৮৯৮ এডি ছবিটি বক্স অফিসে ১৬ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। দশম দিনে বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি ছবিটি ৩৪ কোটি ৪৫ লাখ টাকা আয় করেছে বলেই জানা গিয়েছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ওরা ৪৬৬ কোটি টাকায়। এর মধ্যে মূল ব্যবসা এনে দিয়েছে তেলুগু ভার্সন।
আরও পড়ুন: 'তু হ্যায় তো...' পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও? জল্পনা উসকে ফের রোম্যান্টিক পোস্ট 'কথা' সুস্মিতার
আরও পড়ুন: 'ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না...' হঠাৎ কেন এমন লিখলেন কঙ্গনা?
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকর সলমন, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।