সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল কল্কি ২৮৯৮ এডি ছবিটির প্রচারমূলক অনুষ্ঠান। সেখানেই সকলে সাক্ষী থাকলেন এক অনবদ্য দৃশ্যের। বৈজয়ন্তী ফিল্মের প্রধান তথা কল্কি ২৮৯৮ এডি ছবিটির প্রযোজক অশ্বিনী দত্তের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অমিতাভ বচ্চন। তাঁর এই কাণ্ড যেমন দর্শকদের চমকিত করেছে তেমনই চমকিত হয়েছেন খোদ প্রযোজক।
আরও পড়ুন: ১৭ বছরের প্রথা ভেঙে এবার বিগ বস হাউজে ঢুকবে মোবাইল! সঙ্গে কোন টুইস্টের ইঙ্গিত দিলেন অনিল কাপুর?
অমিতাভ বচ্চনের কাণ্ডে কী বললেন অশ্বিনী দত্ত
এই ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান অশ্বিনী দত্ত। পরে তিনি গোটা বিষয়টা নিয়ে তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। অমিতাভ বচ্চনের এই বিনয়ী ব্যবহার এবং সৌজন্যবোধ দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।
আরও পড়ুন: মেয়ের বিয়ের আনন্দে সেজে উঠল শত্রুঘ্নর বাড়ি 'রামায়ণ', কোথায় আইনি বিয়ে সারছেন সোনাক্ষী - জাহির?
তিনি একই সঙ্গে এই বিষয়ে লেখেন, 'কিছু লম্বা এবং বড় নয় অমিতাভ জির থেকে। গতকালের অনুষ্ঠানের এই মুহূর্তগুলো একেবারেই অপ্রত্যাশিত। আমি চমকে গেছিলাম। উনি যেটা করেছেন সেখান থেকেই বোঝা যায় উনি আমায় ঠিক কতটা ভালোবাসেন। আমি অত্যন্ত লজ্জায় পড়ে যাই এই ঘটনায়। ভারতীয় ছবির সর্বকালের অন্যতম প্রথম সারির যোদ্ধা হলেন অমিতাভ জি। হিমালয় পর্বতের সব থেকে উঁচু শৃঙ্গ তিনি।'
তিনি এদিন আরও লেখেন, 'জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা ভীষণ পবিত্র হয় এবং আজীবনের বন্ধনের প্রতীক হয়, ঠিক তেমনই ছিল ওর এই ব্যবহার। আমি স্যালুট জানাই ওঁর এই কাজকে। সমস্ত শতকের আসল লেজেন্ড হলেন অমিতাভ জি।'
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। সদ্যই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। আগামী ২৭ জুন মুক্তি পাবে ছবিটি। তামিল, তেলুগু, হিন্দি, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাবে কল্কি ২৮৯৮ এডি।