নিজের সাহসী স্বভাবের জন্য বলিউডে বেশ নামডাক রয়েছে কালকি কোয়েচলিনের। ছবি বাছাই হোক কিংবা ব্যক্তিগত জীবন, কালকি সবসময়ই আনকাট। মা হওয়ার পর কাজের সংখ্যা কমিয়েছেন, মেয়ে স্যাফোকে ঘিরেই নায়িকার গোটা জগৎ। ইজরায়েলি সঙ্গীতশিল্পী গাই হার্শবার্গ ও কালকির কন্যা স্যাফো। ২০২০ সালে মা হয়েছিলেন অভিনেত্রী, তবে দুজনে বিয়ে করেনি এখনও।
গাই হার্শবার্গের আগে কালকি ঘর বেঁধেছিলেন পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে। এক দশক আগে বিয়ে ভেঙেছে দুজনের। তবে মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়। কিন্তু ডিভোর্সের পর মুম্বইয়ে তাঁর জীবন কেমনভাবে দুঃসহ হয়ে উঠেছিল সে সম্পর্কে মুখ খুলেছেন কালকি। অভিনেত্রী সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে জানান, একা মেয়ে বলে কেউ মুম্বইয়ে তাঁকে ঘর ভাড়া দিতেই রাজি হয়নি।
‘আফটার আওয়ার্স উইথ অল অ্যাবাউট ইভ’ নামের এক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কালকি বলেন, পেশাগত জীবন যখন তুঙ্গে উঠেছিল, তখন ব্যক্তিগতভাবে তার জন্য পরিস্থিতি কঠিন ছিল। তিনি বলেন, 'আমার আর অনুরাগের যখন ডিভোর্স হয়, তখন ওই দুটো ছবি মুক্তি পেয়েছিল- 'জিন্দেগি না মিলেগি দোবারা' এবং 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। তারপরেই এই ডিভোর্স'। কালকির কেরিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবি এই দুটি।
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ২০০৯ সালে ‘দেব ডি’ ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন কালকি। ২০১১ সালে পরিচালক অনুরাগের গলাতেই মালা দেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘোষণা করেন এই দম্পতি। ডিভোর্সে আনুষ্ঠানিক শিলমোহর পরে দু বছর পরে।
অভিনেত্রী জানান, বিচ্ছেদের তিনি মুম্বইয়ে থাকার জায়গা খুঁজে পাচ্ছিলেন না।তিনি বলেন, ‘আমি থাকার জায়গা পাচ্ছিলাম না। একা মহিলা হিসাবে কেউ আমাকে মুম্বইয়ে বাড়ি ভাড়া দিতে প্রস্তুত ছিল না। লোকে আমার সঙ্গে সেলফি তুলতে চাইছে, কিন্তু আমাকে ঘর দিতে চায় না’।
কলকির ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার
‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্য গার্ল ইন ইয়ালো বুটস’-এর মতো ছবিতে প্রশংসা পেয়েছে কালকির অভিনয়। অনুরাগের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইজরায়েলি সঙ্গীতশিল্পী গাই হর্ষবর্গের সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়েতে বিশ্বাস রাখেন না কালকির পার্টনার। ২০২০ সালে মা হয়েছেন কালকি কোয়েচলিন, কিন্তু এখন তিনি অবিবাহিত। লিভ ইন সম্পর্কে রয়েছেন। অনুরাগের প্রথম পক্ষের মেয়ে আলিয়ার বাগদানের অনুষ্ঠানেও হাজির ছিলেন কালকি। আলিয়া কশ্যপের সঙ্গে তাঁর দারুণ বন্ডিং। আলিয়ার বিয়েতেও হাজির থাকতে পারেন অভিনেত্রী।
কলকিকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালের নেটফ্লিক্স ছবি 'খো গায়ে হাম কাহাঁ'-তে পার্শ্ব চরিত্রে। স্যাম বাহাদুরে স্পেশ্যাল অ্য়াপিয়ারেন্সে দেখা মিলেছে তাঁর।